**MAN MADE FLOATING ISLAND**
→চারিদিকে জলভাগ দিয়ে ঘেরা স্থলভাগকে দ্বীপ বলে। প্রকৃতিতে এরকম হাজার হাজার দ্বীপ রয়েছে। কিন্তু আজ আপনাদের সাথে এমন এক দ্বীপের পরিচয় করিয়ে দেবো যেটি কিনা তৈরি হয়েছে সম্পূর্ণ মানুষদের দ্বারা। আর মজার ব্যাপার হল এই দ্বীপ জলের উপর সম্পূর্ণ ভাসমান এবং সহজে স্থান পরিবর্তন করতে পারে।
→এই Man Made Floating Island রয়েছে দক্ষিণ আমেরিকার টিটিকাকা হ্রদে।ছোটো ছোটো প্রায় 48 টি দ্বীপ নিয়ে তৈরি হয়েছে এই বিশাল দ্বীপপুঞ্জ। প্রায় 14 শতক থেকে “উরু (Uru)” নামক প্রাচীন জাতিগোষ্ঠীর মানুষ এই দ্বীপ বানিয়ে তাতে বসবাস শুরু করে প্রধানত আত্মরক্ষার তাগিদে। কারণ এই অঞ্চলে বসবাসকারী আরও এক জাতিগোষ্ঠী, যাদের নাম “আইমারা ইন্ডিয়ান (Aymara Indians)”, যারা উরুদের তুলনায় শক্তিশালী।
→এই দ্বীপ তৈরি হয়েছে মূলত আখ জাতীয় গাছ দিয়ে, যার স্থানীয় নাম “টরটোরা (Totora)”। এছাড়াও থাকে বিভিন্ন গাছের মূল, কাণ্ড – যা এই দ্বীপকে আরও সুদৃঢ় করেছে। যেহেতু দ্বীপটি গাছের ডালপালা, কাণ্ড, মূল ইত্যাদি দিয়ে তৈরি এবং সর্বদাই জলে ভাসমান থাকে তাই কয়েক মাস অন্তর পুরানো ডালপালা বদল করতে হয়। আর এই দ্বীপের ওপর নির্মিত ঘরগুলি এবং পরিবহনের মাধ্যম নৌকা গুলিও টরটোরা নামক আখ জাতীয় গাছ দিয়ে তৈরি।
→এই প্রসঙ্গে বলে রাখি বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধির ফলে মালদ্বীপ, তুলুভ এর মতো দ্বীপ রাষ্ট্রগুলির সংকটাপন্ন। এই জন্য জাপান, অস্ট্রেলিয়ার মতো দেশগুলি কৃত্রিম ভাবে দ্বীপ নির্মাণে উদ্যোগ নিলেও সেগুলি ব্যয়বহুল এবং বাস্তুতন্ত্রের পক্ষে ক্ষতাকারক।।।
***Mission Geography***
Advertisements