Interview তে যে ধরণের প্রশ্ন সাধারণত করা হয় তার সম্ভাব্য Set. -1
All experienced are requested to post such sets for the guidance of Tet Qualified.
—————–
১) আপনার নাম কী?
২) ” নামের অর্থ কী?
৩) আপনার জেলা কিজন্য বিখ্যাত?
৪) আপনি কেন শিক্ষক হতে চান?
৫) বর্তমানে কী করেন?
৬) Corporal punishment (শারিরিক শাস্তি) – আপনি কী সমর্থন করন? কেন করেন বা করেন না?
৭) শিক্ষাখেত্রে অপচয়( Drop out) ও অন্নয়ন ( wastage) বন্ধ করতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?
৮) শিক্ষার্থীদের উপস্থিতি র হার বিদ্যাল গুলিতে দিন দিন কমে যাচ্ছে- এর কারণ কী?
৯) সবুজ সাথী ও শিশুসাথী প্রকল্প গুলি কী কী?
১০) পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আপনার পরিকল্পনা কী?
১১) লোকসভার স্পীকার কে?
১২) রাজ্যপালের নাম কী?
১৩) Dyslexia কী?
১৪) Reserve Bank এর governor কে?
১৫) আপনার শিক্ষার্থীদের নৈতিকতা বোধ ও মূল্যবোধের শিক্ষা কীভাবে দেবেন?
১৬) বর্তমানে শিক্ষকরা আর আগের মত সন্মান পান না- এর জন্য দায়ী কে?
১৭) Remedial Teaching কী?
১৮) বৈচিত্রময় শ্রেণি কক্ষ বলতে কী বোঝেন?
১৯)আপনার প্রিয় বিষয় কী
২০) সে বিষয়ে পাঠদান করুন।
————————
এছাড়া- গত একবছরের সাম্প্রতিক ঘটনাবলীর প্রতি নজর দিন।আর নিজের Apply kora গ্রুপ এর বিষয় গুলি ভাল করে পড়ে রাখুন।
Abdul Bari (Member, Mission Geography),
Assistant Teacher, Alinaskarpur High School.
Advertisements