GK – Geography SAQ


প্রশ্ন:- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি ?
উত্তর:- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম হল প্রশান্ত মহাসাগর ।
প্রশ্ন:- বেঙ্গুয়েলা স্রোত কোথায় দেখা যায় ?
উত্তর:- বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে ।
প্রশ্ন:- হিমপ্রাচীর কোথায় দেখা যায় ?
উত্তর:- হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে ।
প্রশ্ন:- চাঁদের একবার পৃথিবী পরিক্রমণ করতে কত সময় লাগে ?
উত্তর:- চাঁদের একবার পৃথিবী পরিক্রমণ করতে
২৭ / দিন সময় লাগে ।
প্রশ্ন:- ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে ২৪ ঘন্টায় ক-বার জোয়ার ও ক-বার ভাটা হয় ?
উত্তর:- ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে ২৪ ঘন্টায় দু-বার জোয়ার ও দু-বার ভাটা হয় ।
প্রশ্ন:- মরা কোটাল কখন দেখা যায় ?
উত্তর:- যখন চন্দ্র ও সূর্য পরস্পরের সমকোণে অবস্থান করে তখন মরা কোটাল দেখা যায় ।
প্রশ্ন:- সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কি ?
উত্তর:- সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ হল নিয়ত বায়ুপ্রবাহ ।
প্রশ্ন:- ভরা কোটাল কোথায় হয় ?
উত্তর:- অমাবস্যার দিনে পৃথিবীর যে অংশ চন্দ্রের সামনে আসে সেখানে ভরা কোটাল কোথায় হয় ।
প্রশ্ন:- ভারত মহাসাগরীয় স্রোত কোন বায়ুপ্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
উত্তর:- ভারত মহাসাগরীয় স্রোত সাময়িক বায়ুপ্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় ।
প্রশ্ন:- কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে ?
উত্তর:- উষ্ণ কুরোশিয়ো স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে ।
প্রশ্ন:- মগ্নচড়ার সৃষ্টি কোথায় হয় ?
উত্তর:- শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে
মগ্নচড়ার সৃষ্টি হয় ।
প্রশ্ন:- গ্র্যান্ড ব্যাঙ্ক অঞ্চলটি কিসের জন্য বিখ্যাত ?
উত্তর:- গ্র্যান্ড ব্যাঙ্ক অঞ্চলটি বাণিজ্যিক মত্স্য চাষের জন্য বিখ্যাত ।
প্রশ্ন:- জোয়ারভাটা খেলে এমন একটি নদীর নাম কি ?
উত্তর:- জোয়ারভাটা খেলে এমন একটি নদীর নাম হল টেমস্ ।
প্রশ্ন:- শৈবাল সাগর কি ?
উত্তর:- উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভাসমান আগাছা ও শৈবালপূর্ণ বিস্তৃত স্রোতহীন জলভাগকে ‘ শৈবাল সাগর’ বলে।
প্রশ্ন : সবচেয়ে সরু দেশ কোনটি ?
চিলি (দৈর্ঘ্য ৬,১৫৫ কিমি ) ।
প্রশ্ন : পৃথিবীর সব সর্ব দক্ষিনের শহর কোনটি ?
পুন্টা আরেনাস , চিলি ।
প্রশ্ন : সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি ?
ইন্দনেশিয়া (১৩,৫০০ টি) ।
প্রশ্ন : ইন্দনেশিয়ার কতটি দ্বীপে মানব বসতি আছে ?
প্রায় ৬,০০০ টি ।
প্রশ্ন : সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি ?
সুইজারল্যান্ড ।
প্রশ্ন : কোন দেশ আন্তর্জাতিক ভাবে কোন যুদ্ধে অংশগ্রহন করেন নি ?
সুইজারল্যান্ড ।
প্রশ্ন : সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্য পদ গ্রহন করে ?
১০ সেপ্টেম্বর, ২০০২ সালে ।
প্রশ্ন : বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি ?
চীন (পৃথিবের মোট জনসংখ্যার ২৩%) ।
প্রশ্ন : বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি
নাউরু (আয়তন ২১ বর্গ কি.মি.) ।
প্রশ্ন : বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
ভ্যটিকান সিটি (১০৮.৭ একর ) ।
প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ?
যুক্তরাষ্ট্র ও কানাডা (৬,৪১৬ কি.মি. , আলাস্কার ২৫৪৭ কি.মি. ছাড়াই ) ।
প্রশ্ন : দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ?
আর্জেন্টিনা ও চিলি (৫২৫৫ কি.মি.) ।
প্রশ্ন : সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি ?
যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত (বছরে প্রায় ৫০কোটি লোক অতিক্রম করে) ।
প্রশ্ন : সর্বাধিক সীমান্ত বেষ্ঠিত দেশ কোনটি ?
চীন (১৫দেশের সাথে সীমান্ত)।
প্রশ্ন : পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি ?
জিব্রাল্টার ও স্পেন (১.৫৩ কি.মি.) ।
প্রশ্ন : দ্বিতীয় ক্ষুদ্র সীমান্ত কোনটি ?
ভ্যাটিকান সিটি ও রোম (৪.০৭ কি.মি.) ।
প্রশ্ন : আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি ?
রাশিয়া (পৃথিবীর মোট আয়তনের ১১.৫%) ।
প্রশ্ন : কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে ?
নেদারল্যান্ড ।
প্রশ্ন : কোন দেশের তিনটি রাজধানী ?
দক্ষিণ আফ্রিকা ।
প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কি কি ?
প্রিটোরিয়া, কেপটাউন ও ব্লমফনটেন ।
প্রশ্ন : সৌর জগত সবৃ প্রথম কে আবিস্কার করেন ?
কোপারনিকাস, ১৫৪০ সালে ।
প্রশ্ন : সর্ব প্রথম এভারেষ্ট কে জয় করেন ?
হিলারী তেনজিং, ১৯৫৩ সালে ।
প্রশ্ন : সর্ব প্রথম কোন মহিলা এভারেষ্ট জয় করেন ?
জনাকো তাবেই, ১৯৭৫ সালে ।
প্রশ্ন : ভারতে গমনের সমুদ্র পথ কে আবিস্কার করেন ?
ভাস্কো দা গামা ।
প্রশ্ন : প্রথম চন্দ্র প্রদক্ষিণ করেন কে ?
ফ্র্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস, ১৬৬৮ সালে ।
প্রশ্ন : ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিস্কার করেন ?
ক্যাপ্টেন জন স্পেক, ১৮৫৬ সালে ।
প্রশ্ন : উত্তর মেরু কে আবিস্কার করেন ?
রবার্ট পিয়েরে, ১৯০৯ সালে ।
প্রশ্ন : দক্ষিণ মেরু আবিস্কার করেন কে ?
ব্রমান্ড সেন, ১৯১২ সালে ।
প্রশ্ন : আমেরিকা আবিস্কার করেন কে ?
ইতালীর নাবিক কলম্বাস, ১৪৯৮ সালে ।
প্রশ্ন : পশ্বিম ভারতীয় দ্বীপপুঞ্জ কে আবিস্কার করেন ?
কলম্বাস, ১৪৯২ সালে ।
প্রশ্ন : কে সর্বপ্রথম পালের নৌকায় বিশ্ব ভ্রমণ করেন ?
ম্যাগিলান, ১৫১৯ সালে ।
প্রশ্ন : প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে গমনের পথ কে আবিস্কার করেন ?
ম্যাগিলান ।
প্রশ্ন : ভিক্টোরিয়া জলপ্রপাত কে আবিস্কার করেন ?
ডেভিড লিভিংস্টোন ।
প্রশ্ন : গ্রীনল্যান্ড কে আবিস্কার করেন ?
এরিক দি রেড ভাইকিং, ৯৮২ সালে ।
প্রশ্ন : অস্ট্রেলিয়া কে আবিস্কার করেন ?
উইলিয়াম জ্যাকসন, ১৯০৬ সালে ।
প্রশ্ন : আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?
রাশিয়া ।
প্রশ্ন : হংকং বর্তমানে কোন দেশের সাথে একভূত হয়েছে ?
চীন ।
প্রশ্ন : বিশ্বে সবচেয়ে বেশি লোক কথা বলে কোন ভাষায় ?
চাইনিজ মান্দারিন ভাষায় ।
প্রশ্ন : ভূপৃষ্ঠ থেকে গর্ত করে নিচে যেতে থাকলে-
উত্তর : তাপ ও চাপ উভয়ই বাড়বে।
প্রশ্ন : গ্রাফাইট কোন ধরনের শিলা?
উত্তর : রূপান্তরিত শিলা।
প্রশ্ন : কোনটি সুপ্ত আগ্নেয়গিরি?
উত্তর : ফুজিয়ামা।
প্রশ্ন : ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
উত্তর : অ্যালুমিনিয়াম।
প্রশ্ন : ভূ-ত্বকের গভীরতা প্রায়-
উত্তর : ১৬ কিলোমিটার।
প্রশ্ন : লাভা গঠিত মালভূমি কোনটি?
উত্তর : দাক্ষিণাত্য।
প্রশ্ন : ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়-
উত্তর : অক্সিজেন।
প্রশ্ন : পৃথিবীর মণ্ডল তিনটির নাম-
উত্তর : অশ্মমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল।
প্রশ্ন : পাললিক শিলার অপর নাম কী?
উত্তর : স্তরীভূত শিলা।
প্রশ্ন : মার্বেল পাথর কোন শ্রেণির পাথর?
উত্তর : রূপান্তরিত শিলা।
প্রশ্ন : ভূ-ত্বকের প্রধান উপাদান কোনটি?
উত্তর : অক্সিজেন।
প্রশ্ন : চুনাপাথর পরিবর্তন হয়ে কী হয়?
উত্তর : মার্বেল।
প্রশ্ন : পাললিক শিলায়-
উত্তর : স্তর ও জীবাশ্ম দুটোই আছে।
প্রশ্ন : কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?
উত্তর : পামীর।
প্রশ্ন : হিমবাহ কী?
উত্তর : এক ধরনের চলন্ত বরফ স্তুপ।
প্রশ্ন : পলি দ্বারা গঠিত কোন শিলা?
উত্তর : পাললিক শিলা।
প্রশ্ন : যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে-
উত্তর : ফসিওলজি।
প্রশ্ন : পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে-
উত্তর : সিলিকন।
প্রশ্ন : সুনামির কারণ হলো-
উত্তর : সমুদ্রের তলদেশে ভূমিকম্প।
প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বেশি উপাদান-
উত্তর : অক্সিজেন।
প্রশ্ন : বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি?
উত্তর : Exosphere (এক্সোস্ফিয়ার) পৃথিবী থেকে ৬০০ কিমি উর্ধে অবস্থিত।
প্রশ্ন : বাতাসে মিথেনের পরিমাণ কত?
উত্তর : ০.০০০০২%।
প্রশ্ন : বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ভাগ?
উত্তর : ৭৮.০২%।
প্রশ্ন : বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ-
উত্তর : ক্লেরোফ্লোরো কার্বন।
প্রশ্ন : আয়তন অনুযায়ী বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত?
উত্তর : ২১%।
প্রশ্ন : বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় কোনটি?
উত্তর : নাইট্রোজেন।
প্রশ্ন : বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
উত্তর : ২০.৯৯%।
প্রশ্ন : বায়ুর উপাদান নয় কি?
উত্তর : হাইড্রোজেন।
প্রশ্ন : নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি?
উত্তর : বায়ুমণ্ডল।
প্রশ্ন : পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
উত্তর : আর্লিবাড হল।
প্রশ্ন : বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম-
উত্তর : স্ট্রাটোমণ্ডল।
প্রশ্ন : বায়ুর কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কত?
উত্তর : ০.০৩৫%।
প্রশ্ন : কোনটি বায়ুর উপাদান নয়?
উত্তর : ফসফরাস।
প্রশ্ন : বায়ুর কোন উপাদান জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজন?
উত্তর : অক্সিজেন।
প্রশ্ন : ভূপৃষ্ঠের নিকটমত বায়ুস্তরকে কী বলা হয়?
উত্তর : ট্রপোস্ফিয়ার।
প্রশ্ন : বায়ুমণ্ডলের স্তর কয়টি?
উত্তর : ৪টি।
প্রশ্ন : বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-
উত্তর : আয়নোস্ফিয়ার।
প্রশ্ন : বায়ুর প্রধান দু’টি উপাদান হলো-
উত্তর : অক্সিজেন ও নাইট্রোজেন।
প্রশ্ন : উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে-
উত্তর : আয়নোমণ্ডলের উর্ধ্বস্তরে।
প্রশ্ন : ওজোনস্তরের ফাটলের জন্য দায়ী কোন গ্যাস?
উত্তর : ক্লোরোফ্লোরো কার্বন।

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s