GK – History SAQ (Part-2)


প্রশ্ন:- বাতাপির চালুক্য বংশের প্রথম স্বাধীন রাজার নাম কি ?
উত্তর:- বাতাপির চালুক্য বংশের প্রথম স্বাধীন রাজার নামপ্রথম পুলকেশী।
প্রশ্ন:- চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ?
উত্তর:- চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম দ্বিতীয় পুলকেশী।
প্রশ্ন:- কোন দুই দক্ষিণ ভারতীয় রাজবংশ সপ্তম শতাব্দিতে সংঘাতে লিপ্ত হয় ?
উত্তর:-চালুক্য ও পল্লবরাজবংশ সপ্তম শতাব্দিতে সংঘাতে লিপ্ত হয় ।
প্রশ্ন:- রাষ্ট্রকুট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- রাষ্ট্রকুট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন দন্তিদুর্গ ।
প্রশ্ন:- পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেনগোপাল।
প্রশ্ন:- পাল রাজবংশের প্রথম রাজা কে ?
উত্তর:- পাল রাজবংশের প্রথম রাজাগোপাল।
প্রশ্ন:- পাল রাজবংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন ?
উত্তর:- পাল রাজবংশের শেষ শক্তিশালী রাজা ছিলেনরামপাল।
প্রশ্ন:- সেন বংশের প্রথম স্বাধীন রাজা কে ?
উত্তর:-বিজয় সেনসেন বংশের প্রথম স্বাধীন রাজা ।
প্রশ্ন:- কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তর:-বল্লাল সেনকৌলিন্য প্রথা প্রবর্তন করেন ।
প্রশ্ন:- কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজার কে ছিলেন ?
উত্তর:-ষষ্ঠ বিক্রমাদিত্যকল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজার ছিলেন ।
প্রশ্ন:- পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন ?
উত্তর:-শিবস্কন্দবর্মণছিলেন পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা ।
প্রশ্ন:- কোন রাজার রাজত্বকালে হিউয়েন-সাঙ পল্লব রাজ্যে আসেন ?
উত্তর:- পল্লব রাজপ্রথম নরসিংহবর্মণেররাজত্বকালে হিউয়েন-সাঙ পল্লব রাজ্যে আসেন ।
প্রশ্ন:- পল্লবদের রাজধানী কোথায় ছিল ?
উত্তর:- পল্লবদের রাজধানী ছিলকাঞ্চি নগরে।
প্রশ্ন:- পল্লব বংশের শ্রেষ্ঠ রাজার কে ছিলেন ?
উত্তর:- পল্লব বংশের শ্রেষ্ঠ রাজার ছিলেন প্রথম নরসিংহবর্মণ।
প্রশ্ন:- পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তর:- পল্লব বংশের শেষ রাজা ছিলেনঅপরাজিত।
প্রশ্ন:- প্রাচীন ভারতের কোন রাজা শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ অভিযান পাঠিয়েছিলেন ?
উত্তর:-প্রথম রাজেন্দ্র চোল শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ অভিযান পাঠিয়েছিলেন ।
প্রশ্ন:- চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উত্তর:- চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেনপ্রথম রাজেন্দ্রচোল।
প্রশ্ন:- কোন প্রাচীন ভারতীয় রাজশক্তি খ্রিস্ট পরবর্তী একাদশ শতাব্দিতে দক্ষিণ-পূর্ব এশিয়া ও সিংহল আক্রমণ করেন ?
উত্তর:- দক্ষিণ ভারতেরচোল রাজশক্তিখ্রিস্ট পরবর্তী একাদশ শতাব্দিতে দক্ষিণ-পূর্ব এশিয়া ও সিংহল আক্রমণ করেন ।
প্রশ্ন:- গঙ্গোইকোণ্ড উপাধি কে ধারণ করেন ?
উত্তর:- চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজারাজেদ্র চোলগঙ্গোইকোণ্ড উপাধি ধারণ করেন ।
প্রশ্ন:- রাজেদ্র চোল গঙ্গোইকোণ্ড উপাধি ধারণ করেন কেন ?
উত্তর:- পাল বংশীয় রাজা মহীপাল কে পরাজিত করেরাজেদ্র চোলগঙ্গোইকোণ্ড উপাধি ধারণ করেন ।
প্রশ্ন:- চোল বংশের শেষ শক্তিশালী রাজার নাম কি ?
উত্তর:- চোল বংশের শেষ শক্তিশালী রাজার নাম ছিলচোলরাজ কুলোতুঙ্গ।
প্রশ্ন:- শশাঙ্কের রাজধানীর নাম কি ?
উত্তর:- শশাঙ্কের রাজধানীর নামকর্ণসুবর্ণ।
প্রশ্ন:- গৌড় সার্বভৌম রাজ্যটির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- গৌড় সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠাতা করেনশশাঙ্ক।
প্রশ্ন:- কাদম্বরী কে রচনা করেন ?
উত্তর:- হর্ষবর্ধনের সভাকবিবাণভট্টকাদম্বরী রচনা করেন ।
প্রশ্ন:- কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন ?
উত্তর:- কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেনদিব্যবাদিব্যক।
প্রশ্ন:- কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ ঘটে ছিল ?
উত্তর:- পাল রাজাদ্বিতীয় মহীপালেররাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ ঘটে ছিল ।
প্রশ্ন:- চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেনকারিকল।
প্রশ্ন:- মৌর্যযুগে বিদেশে ভারতের প্রধান রপ্তানি দ্রব্য কী কী ছিল ?
উত্তর:- মৌর্যযুগে বিদেশে ভারতের প্রধান রপ্তানি দ্রব্য ছিল (১)বিভিন্ন রকম মসলাএবং (২)মসলিন বস্ত্র।
প্রশ্ন:- মৌর্যযুগে প্রধান অভ্যন্তরীণ জলপথ কী কী ছিল ?
উত্তর:-গঙ্গা, যমুনা, গোদাবরী, ও সিন্ধুনদছিল মৌর্যযুগের প্রধান অভ্যন্তরীণ জলপথ ।
প্রশ্ন:- মৌর্যযুগে স্থল নিয়ামক কাকে বলা হত ?
উত্তর:-স্থলপথে বণিকদের পথ দেখাবার জন্য এক শ্রেণীর সরকারি কর্মচারীকেমৌর্যযুগে স্থল নিয়ামক বলা হত ।
প্রশ্ন:- মৌর্যোত্তর যুগের কোন শিলালিপি থেকে তৎকালীন ভারতের বাণিজ্য-নিগম ও ব্যাঙ্কিং ব্যবস্থার কথা জানা যায় ?
উত্তর:-নাসিক গুহালিপিথেকে মৌর্যোত্তর যুগের তৎকালীন ভারতের বাণিজ্য-নিগম ও ব্যাঙ্কিং ব্যবস্থার কথা জানা যায় ।
প্রশ্ন:- প্রাচীন ভারতের কোন যুগের সমাজব্যবস্থায় অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল ?
উত্তর:- প্রাচীন ভারতেরগুপ্তযুগেরসমাজব্যবস্থায় অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল ।
প্রশ্ন:- মৌর্যযুগে হিন্দু ধর্ম গ্রহন করেছিল এমন অনার্য জাতিদের মনুসংহিতায় কি বলা হয়েছে ?
উত্তর:- মৌর্যযুগে হিন্দু ধর্ম গ্রহন করেছিল এমন অনার্য জাতিদের মনুসংহিতায়ব্রাত্য ক্ষত্রিয়বলা হয়েছে ।
প্রশ্ন:- প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে আসা শক,হুন,কুষাণ, প্রভৃতি জাতি কোন শ্রেণির মানুষ ছিল ?
উত্তর:- প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে আসা শক,হুন,কুষাণ, প্রভৃতি জাতিইউ-চিনামে যাযাবর শ্রেণির মানুষ ছিল ।
প্রশ্ন:- পরবর্তী বৈদিকযুগের পরে ভারতীয় সমাজে নারীর মর্যাদা কেমন ছিল ?
উত্তর:- পরবর্তী বৈদিকযুগের পর থেকে ভারতীয় সমাজে নারীর মর্যাদাক্রমশ কমতে থাকে।
প্রশ্ন:- হিন্দু সমাজে বিধবা-বিবাহ, সতীদাহ প্রভৃতি কু-প্রথা কোন সময় থেকে চালু হয় ?
উত্তর:- হিন্দু সমাজে বিধবা-বিবাহ, সতীদাহ প্রভৃতি কু-প্রথাপরবর্তী বৈদিকযুগের পর থেকেচালু হয় ।
প্রশ্ন:- মৌর্যযুগে ভারতে বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্রগুলি কী কী ছিল ?
উত্তর:- মৌর্যযুগে ভারতে বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্রগুলির নাম ছিলবঙ্গ, কাশী , কঙ্কোন, ও মহীশূর ।
প্রশ্ন:- গুপ্তযুগে ভারতবর্ষের বিভিন্ন শিল্পের মধ্যে কোন শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ?
উত্তর:- গুপ্তযুগে ভারতবর্ষের বস্ত্রশিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ।
প্রশ্ন:- অশ্বঘোষ কে ছিলেন ?
উত্তর:- অশ্বঘোষ ছিলেনকুষাণযুগের প্রখ্যাত নাট্যকার।
প্রশ্ন:- কোন রাজবংশের আমলে গান্ধারশিল্পের বিকাশ ঘটেছিল ?
উত্তর:-কুষাণরাজবংশের আমলে গান্ধারশিল্পের বিকাশ ঘটেছিল ।
প্রশ্ন:- কোন যুগে প্রধানত অজন্তার গুহাচিত্র অঙ্কিত হয়েছিল ?
উত্তর:-গুপ্তযুগেপ্রধানত অজন্তার গুহাচিত্র অঙ্কিত হয়েছিল ।
প্রশ্ন:- বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:-ধর্মপালবিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন ।
প্রশ্ন:- হরিচরিত কাব্য কে রচনা করেন ?
উত্তর:-চতুর্ভুজহরিচরিত কাব্য রচনা করেন ।
প্রশ্ন:- অতীশ দীপঙ্কর কে ছিলেন ?
উত্তর:- অতীশ দীপঙ্কর ছিলেন একজনজগৎবিখ্যাত পন্ডিত , বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ এবং বজ্রযান সাধন গ্রন্থেররচয়িতা ।
প্রশ্ন:- গুপ্তযুগের একজন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদের নাম কী ?
উত্তর:- গুপ্তযুগের একজন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদের নাম হলআর্যভট্ট।
প্রশ্ন:- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর:- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা হল সেন রাজাবল্লালসেন।
প্রশ্ন:- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ কোন যুগে রচিত হয়েছিল ?
উত্তর:- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থসেনযুগেকোন যুগে রচিত হয়েছিল ।
প্রশ্ন:- মৃচ্ছকটিক কে রচনা করেন ?
উত্তর:- কুষাণযুগের নাট্যকারশূদ্রকমৃচ্ছকটিক রচনা করেন ।
প্রশ্ন:- স্বপ্নবাসবদত্তা নাটকটি কে রচনা করেন ?
উত্তর:- স্বপ্নবাসবদত্তা নাটকটিভাসরচনা করেন ।
প্রশ্ন:- কাব্যচর্চার জন্য সমুদ্রগুপ্ত কী উপাধিতে ভূষিত হয়েছিল ?
উত্তর:- কাব্যচর্চার জন্য সমুদ্রগুপ্তকবিরাজউপাধিতে ভূষিত হয়েছিল ।
প্রশ্ন:- গুপ্তযুগের একজন বৌদ্ধ দার্শনিকের নাম কী ?
উত্তর:- গুপ্তযুগের একজন বৌদ্ধ দার্শনিকের নাম হলবসুবন্ধু।
প্রশ্ন:-কোন ভাষা থেকে বাংলা উৎপত্তি হয় ?
উত্তর:- পালযুগেরমাগধী অপভ্রংশভাষা থেকে বাংলা উৎপত্তি হয় ।
প্রশ্ন:- লক্ষ্মণসেনের সভাকবির নাম কী ?
উত্তর:- লক্ষ্মণসেনের সভাকবির নামজয়দেব।
প্রশ্ন:- গীতগোবিন্দ কে রচনা করেন ?
উত্তর:- লক্ষ্মণসেনের সভাকবির নামজয়দেবগীতগোবিন্দ রচনা করেন ।
প্রশ্ন:- পালযুগে বৌদ্ধধর্মের কোন মতবাদ বেশি গুরুত্ব লাভ করেছিল ?
উত্তর:- পালযুগে বৌদ্ধধর্মেরসহজযান বা সহজিয়ামতবাদ বেশি গুরুত্ব লাভ করেছিল ।
প্রশ্ন:- পাল স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন কী ?
উত্তর:- পাল স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন হল মগধে প্রতিষ্ঠিতবিক্রমশীলা মহাবিহার।
প্রশ্ন:- পাল যুগের একজন ভাস্করের নাম লেখো ?
উত্তর:- পাল যুগের একজন ভাস্করের নামধীমান।
প্রশ্ন:- কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমের রথমন্দিরগুলি নির্মিত হয়েছিল ?
উত্তর:- পল্লব রাজানরসিংহবর্মনেরআমলে মহাবলীপুরমের রথমন্দিরগুলি নির্মিত হয়েছিল ।
প্রশ্ন:- রাষ্ট্রকুট আমলে নির্মিত একটি মন্দিরের নাম লেখো ?
উত্তর:- রাষ্ট্রকুট আমলে নির্মিত একটি মন্দিরের নামইলোরার কৈলাসনাথমন্দির ।
প্রশ্ন:- বিক্রমাঙ্কদেবচরিত গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর:- বিক্রমাঙ্কদেবচরিত গ্রন্থের রচয়িতা হলবিলহণ।
প্রশ্ন:- প্রাচীন ভারতের লেখক বিলহণ তাঁর কোন রচনার জন্য খ্যাত ?
উত্তর:- প্রাচীন ভারতের লেখক বিলহণ তাঁরবিক্রমাঙ্কদেবচরিতগ্রন্থ রচনার জন্য খ্যাত ।
প্রশ্ন:- মিতক্ষরা নামে হিন্দু আইনশাস্ত্রের রচয়িতা কে ?
উত্তর:- মিতক্ষরা নামে হিন্দু আইনশাস্ত্রের রচয়িতা হলবিজ্ঞানেশ্বর।
প্রশ্ন:- বিক্রমশীলা মহাবিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- বিক্রমশীল উপাধিধারী পাল রাজাধর্মপালেরনাম অনুসারে বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- সন্ধ্যাকর নন্দী কে ছিলেন ?
উত্তর:- সন্ধ্যাকর নন্দী ছিলেনরামচরিতগ্রন্থের লেখক ।
প্রশ্ন:- পাল ও সেনযুগে বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম কী ?
উত্তর:- পাল ও সেনযুগে বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম ছিলতাম্রলিপ্ত।
প্রশ্ন:- বাংলার কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন ?
উত্তর:-সেনরাজা বল্লালসেনবাংলার কৌলিন্য প্রথার প্রবর্তন করেন ।
প্রশ্ন:- মহাবলীপুরমের রথ কী ?
উত্তর:- মহাবলীপুরমের রথ হল পল্লবযুগেমামল্ল শিল্পরীতি অনুসরণ করে একটি পাথর কেটে নির্মিত রথাকৃতি মন্দির।
প্রশ্ন:- দায়ভাগ কে রচনা করেন ?
উত্তর:-জীমুতবাহনদায়ভাগ রচনা করেন ।
প্রশ্ন:- প্রাচীন ভারতের কবি ভারবী তাঁর কোন রচনার জন্য খ্যাত ?
উত্তর:- কবি ভারবী তাঁরকিরাতার্জুনীয়গ্রন্থ রচনার জন্য খ্যাত ।
প্রশ্ন:- চরক কে ছিলেন ?
উত্তর:- চরক ছিলেন কুষাণ সম্রাট প্রথম কনিষ্কের ব্যক্তিগতচিকিৎসক।
প্রশ্ন:- প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত প্রথম প্রামাণ্য গ্রন্থ কোনটি ?
উত্তর:- প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত প্রথম প্রামাণ্য গ্রন্থ হলচরক-সংহিতা।
প্রশ্ন:- চরক-সংহিতা গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর:- চরক-সংহিতা গ্রন্থের রচয়িতা হলচরক।
প্রশ্ন:- ধন্বন্তরী কে ছিলেন ?
উত্তর:- ধন্বন্তরী ছিলেন গুপ্তযুগের একজনচিকিৎসাবিজ্ঞানী ।
প্রশ্ন:- অদ্বৈতবাদ কে প্রচার করেছিলেন ?
উত্তর:-জগৎগুরু শঙ্করাচার্যঅদ্বৈতবাদ প্রচার করেছিলেন ।
প্রশ্ন:- পালযুগের একটি বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের নাম কী ?
উত্তর:- পালযুগের একটি বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের নামনালন্দা বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন:- গুপ্তযুগে দুজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম কী ?
উত্তর:- গুপ্তযুগে দুজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম হলআর্যভট্টওবরাহমিহির।
প্রশ্ন:- প্রাচীন ভারতের কোন গ্রন্থে সুর্য ও চন্দ্র গ্রহণের কারণের বিবরণ আছে ?
উত্তর:-সূর্য-সিদ্ধান্তগ্রন্থে সুর্য ও চন্দ্র গ্রহণের কারণের বিবরণ আছে ।
প্রশ্ন:- সূর্য-সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- সূর্য-সিদ্ধান্ত গ্রন্থটি গুপ্তযুগের বিখ্যাত বিজ্ঞানীআর্যভট্টেরলেখা ।
প্রশ্ন:- বাণভট্ট কে ছিলেন ?
উত্তর:-চিকিৎসাশাস্ত্রে গুপ্তযুগে বিখ্যাত ব্যক্তিত্বছিলেন বাণভট্ট –চিকিৎসাবিজ্ঞানে চরক ও সুশ্রুতের পরেই ছিল তাঁর স্থান
প্রশ্ন:- পশু চিকিৎসার ওপর গুপ্তযুগে লেখা দুটি গ্রন্থের নাম লেখো ?
উত্তর:- পশু চিকিৎসার ওপর গুপ্তযুগে লেখা দুটি গ্রন্থের নাম হলহস্তায়ুর্বেদএবংঅশ্বশাস্ত্র।
প্রশ্ন:- ভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?
উত্তর:- আফগানিস্তানের ঘুর রাজ্যের সুলতানমহম্মদ ঘুরিভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক ছিলেন ।
প্রশ্ন:- মহম্মদ ঘুরির ভারত আক্রমনের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা কে ছিলেন ?
উত্তর:- মহম্মদ ঘুরির ভারত আক্রমনের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা ছিলেনচৌহান রাজা পৃথ্বীরাজ।
প্রশ্ন:- তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?
উত্তর:- তরাইনের প্রথম যুদ্ধেমহম্মদ ঘুরিপরাজিত হয়েছিলেন ।
প্রশ্ন:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- দ্বিতীয় তরাইনের যুদ্ধচৌহান রাজা পৃথ্বীরাজ ওমহম্মদ ঘুরিহয়েছিল ।
প্রশ্ন:- আরবরা সর্বপ্রথম কবে সিন্ধু অভিযান করে ?
উত্তর:- খলিফা আলির শাসনকালে৬৬৩ খ্রিস্টাব্দেআরবরা সর্বপ্রথম সিন্ধু অভিযান করে ।
প্রশ্ন:- আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে ?
উত্তর:-৭১২ খ্রিস্টাব্দেআরবরা সিন্ধু জয় করে ।
প্রশ্ন:- ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?
উত্তর:-গজনির সুলতান মামুদভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক ছিলেন ।
প্রশ্ন:- সুলতান মামুদ কোন বছর সর্বপ্রথম ভারত আক্রমণ করেন ?
উত্তর:-১,০০০ খ্রিস্টাব্দেসুলতান মামুদ সর্বপ্রথম ভারত আক্রমণ করেন ।
প্রশ্ন:- ভারতের কোথায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে ?
উত্তর:-পাঞ্জাবে ( পেশোয়ার-এ )ভারতে প্রথম মুসলিম আক্রমণ ঘটে ।
প্রশ্ন:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ১১৯২ খ্রিস্টাব্দেহয়েছিল ।
প্রশ্ন:- কোন বছর পৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল ?
উত্তর:-১১৯২ খ্রিস্টাব্দেপৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল ।
প্রশ্ন:- দিল্লীর সুলতানী শাসন কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:-১২০৬ খ্রিস্টাব্দেদিল্লীর সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- দিল্লীতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- মহম্মদ ঘুরির সেনাপতিকুতুবুদ্দিন আইবকদিল্লীতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ।
প্রশ্ন:- কুতুবুদ্দিনের স্থাপিত রাজবংশের নাম কী ?
উত্তর:- কুতুবুদ্দিনের স্থাপিত রাজবংশের নামদাসবংশ।
প্রশ্ন:- গিয়াসউদ্দিন বলবন কে ছিলেন ?
উত্তর:- গিয়াসউদ্দিন বলবন ছিলেন দিল্লীর সুলতান ইলতুৎমিসের সর্বকনিষ্ঠ পুত্র সুলতাননাসিরউদ্দিনের শ্বশুর, নাসিরউদ্দিনের মৃত্যুর পরবর্তীকালেদিল্লীর সুলতান।
প্রশ্ন:- তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে ,তখন সেখানে কে শাসক ছিলেন ?
উত্তর:- তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে ,তখন সেখানে শাসক ছিলেন সেন রাজালক্ষ্মণসেন।
প্রশ্ন:- খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেনজালালউদ্দিন খলজি।
প্রশ্ন:- খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?
উত্তর:- খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেনসুলতান আলাউদ্দিন খলজি।
প্রশ্ন:- আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ?
উত্তর:- আলাউদ্দিন খলজি১২৯৬ খ্রিস্টাব্দেসিংহাসনে বসেন।
প্রশ্ন:- দিল্লীর সামরিক বাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ প্রথার প্রবর্তন কে করেন ?
উত্তর:-সুলতান আলাউদ্দিন খলজিদিল্লীর সামরিক বাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ প্রথার প্রবর্তন করেন ।
প্রশ্ন:- ইলতুৎমিস কে ছিলেন ?
উত্তর:- ইলতুৎমিস ছিলেনসুলতান কুতুবুদ্দিন আইবকের জামাতা, পরবর্তীকালেদিল্লীর সুলতান।
প্রশ্ন:- ইলতুৎমিসের রজত্বের সময়কাল কী ছিল ?
উত্তর:- ইলতুৎমিস১২১০ থেকে ১২৩৬ খ্রিস্টাব্দপর্যন্ত রাজত্ব করেছিলেন।
প্রশ্ন:- ইলতুৎমিসের সময় কোন মোঙ্গল নেতা ভারত অভিযানে আসেন ?
উত্তর:- ইলতুৎমিসের সময় মোঙ্গল নেতাচেঙ্গিস খানভারত অভিযানে আসেন ।
প্রশ্ন:- ইলতুৎমিসের মৃত্যুর পর কে দিল্লীর সিংহাসনে বসেছিলেন ?
উত্তর:- ইলতুৎমিসের মৃত্যুর পররুকনউদ্দিন ফিরোজদিল্লীর সিংহাসনে বসেছিলেন ।
প্রশ্ন:- সুলতানা রাজিয়া কে ছিলেন ?
উত্তর:- সুলতানা রাজিয়া ছিলেন দিল্লীর সুলতানইলতুৎমিসের কন্যা, পরেদিল্লীর সুলতানহয়েছিলেন ।
প্রশ্ন:- দিল্লীর প্রথম মহিলা শাসক কে ?
উত্তর:-সুলতানা রাজিয়াছিলেন দিল্লীর প্রথম মহিলা শাসক ।
প্রশ্ন:- দিল্লীর কোন সুলতান বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন ?
উত্তর:-সুলতান আলাউদ্দিন খলজিবাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন ।
প্রশ্ন:- মালিক কাফুর কে ছিলেন ?
উত্তর:- মালিক কাফুর ছিলেনআলাউদ্দিনের বিখ্যাত সেনাপতিএবং দক্ষিণ ভারত অভিযানের নায়ক ।
প্রশ্ন:- খলজি বংশের শেষ সুলতান কে ?
উত্তর:-সুলতান মোবারক খলজিছিলেনখলজি বংশের শেষ সুলতান ।
প্রশ্ন:- তুঘলক বংশের প্রতিষ্ঠাতার নাম কী ?
উত্তর:-সুলতান গিয়াসউদ্দিন তুঘলকছিলেন তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ।
প্রশ্ন:- তুঘলক বংশের কোন সুলতানকে দ্বিতীয় আকবর বলা হয় ?
উত্তর:-সুলতান ফিরোজ শাহকে তুঘলক বংশের দ্বিতীয় আকবর বলা হয় ।
প্রশ্ন:- দিল্লীর কোন সুলতান কর্ম-নিয়োগ দপ্তর স্থাপন করেন ?
উত্তর:- সুলতানফিরোজ শাহদিল্লীর কর্ম-নিয়োগ দপ্তর স্থাপন করেন ।
প্রশ্ন:- সুলতানি যুগে দাক্ষিণাত্যে যে দুটি নতুন রাজ্য স্থাপিত হয় তাদের নাম কী ?
উত্তর:- সুলতানি যুগে দাক্ষিণাত্যে যে দুটি নতুন রাজ্য স্থাপিত হয় তাদের নামবাহমনিওবিজয়নগর।
প্রশ্ন:- আমির-ই-কোহি নামে কৃষিবিভাগ কে সৃষ্টি করেন ?
উত্তর:- সুলতানমহম্মদ-বিন-তুঘলকআমির-ই-কোহি নামে কৃষিবিভাগ সৃষ্টি করেন ।
প্রশ্ন:- প্রথম পাণিপথের যুদ্ধে কে কার কাছে পরাজিত হয় ?
উত্তর:- প্রথম পাণিপথের যুদ্ধে দিল্লীর শেষ সুলতানইব্রাহিম লোদীমধ্য এশিয়া থেকে আগত মোগল বীরজহিরউদ্দিন মহম্মদ বাবরেরকাছে পরাজিত হয়েছিলেন ।
প্রশ্ন:- কোন শব্দ থেকে মোগল শব্দটির উৎপত্তি হয়েছে ?
উত্তর:-‘মোঙ্গা’শব্দ থেকে মোগল শব্দটির উৎপত্তি হয়েছে ।
প্রশ্ন:- মোঙ্গা শব্দের অর্থ কী ?
উত্তর:- মোঙ্গা শব্দের অর্থ হলনির্ভীক।
প্রশ্ন:- বাবরের পিতা ও মাতার নাম কী ?
উত্তর:- বাবরের পিতার নামওমর শেখ মির্জাও মাতার নামকুতলুনিগর খানুম।
প্রশ্ন:- বাবরের পিতা কোন রাজ্যের অধিপতি ছিলেন ?
উত্তর:- বাবরের পিতাওমর শেখ মির্জাছিলেনতুর্কমেনিস্তানের অন্তর্গতফারগানারাজ্যের অধিপতি ।
প্রশ্ন:- প্রথম পাণিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- দিল্লীর শেষ সুলতানইব্রাহিম লোদীএবং মোগল নেতাবাবরেরসঙ্গে প্রথম পাণিপথের যুদ্ধ হয়েছিল ।
প্রশ্ন:- প্রথম পাণিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
উত্তর:- প্রথম পাণিপথের যুদ্ধ১৫২৬ খ্রিস্টাব্দেসংঘটিত হয়েছিল ।
প্রশ্ন:- দিল্লীর কোন সুলতান তামার মুদ্রার প্রচলন করেন ?
উত্তর:- সুলতানমহম্মদ-বিন-তুঘলক তামার মুদ্রার প্রচলন করেন ।
প্রশ্ন:- তুঘলক বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?
উত্তর:-তুঘলক বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলতানমহম্মদ-বিন-তুঘলক।
প্রশ্ন:- দিল্লীর কোন সুলতানের আমলে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয় ?
উত্তর:- সুলতানমহম্মদ-বিন-তুঘলকেরআমলে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয় ।
প্রশ্ন:- সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেনখিজির খাঁ।
প্রশ্ন:- সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন ?
উত্তর:- সুলতানআলমশাহসৈয়দ বংশের শেষ সুলতান ছিলেন ।
প্রশ্ন:- লোদী বংশের প্রতিষ্ঠাতার নাম কী ?
উত্তর:- লোদী বংশের প্রতিষ্ঠাতার নামবহলুল লোদী।
প্রশ্ন:- লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন ?
উত্তর:- সুলতানইব্রাহিম লোদীছিলেন লোদী বংশের শেষ সুলতান ।
প্রশ্ন:- খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
উত্তর:- খানুয়ার যুদ্ধ১৫২৭ খ্রিস্টাব্দেসংঘটিত হয়েছিল ।
প্রশ্ন:- খানুয়ার যুদ্ধ ১৫২৭ খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
উত্তর:- খানুয়ার যুদ্ধ ১৫২৭ খ্রিস্টাব্দে মোগল সম্রাটবাবরও মেবারের রাণাসংগ্রাম সিংহের মধ্যে সংঘটিত হয়েছিল।
প্রশ্ন:- খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন ?
উত্তর:- খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন মেবারের রাণাসংগ্রাম সিংহের।
প্রশ্ন:- কোন বছর ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ?
উত্তর:-১৫২৯ খ্রিস্টাব্দেঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ।
প্রশ্ন:- ঘর্ঘরার যুদ্ধ কোথায় হয়েছিল ?
উত্তর:- পাটনার কাছেঘর্ঘরা নদীর তীরেঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ।
প্রশ্ন:- ঘর্ঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- বাংলা ও বিহারেরআফগানদের শক্তি-জোটেরসঙ্গে মোগল সম্রাটবাবরের ঘর্ঘরারযুদ্ধ হয়েছিল ।
প্রশ্ন:- দিল্লীর সম্রাটদের মধ্যে কবুলিয়ৎ ও পাট্টার প্রবর্তন কে করেন ?
উত্তর:- দিল্লীর সম্রাটদের মধ্যে কবুলিয়ৎ ও পাট্টার প্রবর্তন করেনশেরশাহ।
প্রশ্ন:- আকবার কে ছিলেন ?
উত্তর:- আকবার ছিলেন মোগল সম্রাটহুমায়ুনের পুত্রএবং পরবর্তীকালে মোগল সম্রাট ।
প্রশ্ন:- দ্বিতীয় পাণিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
উত্তর:-১৫৫৬ খ্রিস্টাব্দেদ্বিতীয় পাণিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল ।
প্রশ্ন:- দ্বিতীয় পাণিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
উত্তর:- দ্বিতীয় পাণিপথের যুদ্ধআকবরও শূরবংশের সেনাপতিহিমুরমধ্যে সংঘটিত হয়েছিল ।
প্রশ্ন:- হলদিঘাটের যুদ্ধ কবে সংঘটিত হয় ?
উত্তর:-১৫৭৬ খ্রিস্টাব্দেহলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয় ।
প্রশ্ন:- ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় ?
উত্তর:- ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ মোগল সম্রাটআকবরও মেবারের রাণাপ্রতাপ সিংহের মধ্যে সংঘটিত হয় ।
প্রশ্ন:- রাণা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হন ?
উত্তর:- ১৫৭৬ খ্রিস্টাব্দেহলদিঘাটেরযুদ্ধে রাণা প্রতাপ মোগলদের কাছে পরাজিত হন ।
প্রশ্ন:- মনসবদারি প্রথা কে প্রচলন করেন ?
উত্তর:- মোগল সম্রাটআকবরমনসবদারি প্রথা প্রচলন করেন ।
প্রশ্ন:- মিঞা তানসেন কার দরবারে বিরাজ করতেন ?
উত্তর:- মিঞা তানসেন সম্রাটআকবরেরদরবারে বিরাজ করতেন ।
প্রশ্ন:- বীরবল কে ছিলেন ?
উত্তর:- বীরবল ছিলেন সম্রাটআকবরেরমন্ত্রী।
প্রশ্ন:- বাবরের মৃত্যুর পর কে মোগল সম্রাট হন ?
উত্তর:- বাবরের মৃত্যুর পর বাবরের জ্যৈষ্ঠপুত্রহুমায়ুনমোগল সম্রাট হন ।
প্রশ্ন:- শেরশাহ কোন বংশীয় ব্যক্তি ছিলেন ?
উত্তর:- শেরশাহআফগানবংশীয় ব্যক্তি ছিলেন ।
প্রশ্ন:- শেরশাহের পূর্ব নাম কী ?
উত্তর:- শেরশাহের পূর্ব নামফরিদ খাঁ।
প্রশ্ন:- ভারতবর্ষে শেরশাহের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন ?
উত্তর:- ভারতবর্ষে শেরশাহের প্রতিদ্বন্দ্বী ছিলেনহুমায়ুন।
প্রশ্ন:- কোন যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন ?
উত্তর:-কনৌজেরযুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন ।
প্রশ্ন:- কনৌজের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
উত্তর:-১৫৪০ খ্রিস্টাব্দেকনৌজের যুদ্ধ সংঘটিত হয়েছিল ।
প্রশ্ন:- সুলেহ কুল শব্দের অর্থ কী ?
উত্তর:- সুলেহ কুল শব্দের অর্থ হলপরধর্ম সহিষ্ণুতা।
প্রশ্ন:- জাহাঙ্গীর কে ছিলেন ?
উত্তর:- জাহাঙ্গীর ছিলেন সম্রাট আকবরের পুত্র ও পরবর্তীকালে মোগল সম্রাট ।
প্রশ্ন:- জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন ?
উত্তর:- জাহাঙ্গীর১৬০৫ খ্রিস্টাব্দেসিংহাসনে বসেছিলেন ।
প্রশ্ন:- কোন মোগল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতবর্ষে এসেছিলেন ?
উত্তর:- মোগল সম্রাটজাহাঙ্গীরেররাজত্বকালে স্যার টমাস রো ভারতবর্ষে এসেছিলেন ।
প্রশ্ন:- কোন মোগল সম্রাটের রাজত্বকালে মেবার মোগল আধিপত্য স্বীকার করে ?
উত্তর:- মোগল সম্রাটজাহাঙ্গীরেররাজত্বকালে মেবার মোগল আধিপত্য স্বীকার করে ।
প্রশ্ন:- ময়ুর সিংহাসন কে তৈরি করেছিলেন ?
উত্তর:- সম্রাটশাহজাহানময়ুর সিংহাসন তৈরি করেছিলেন ।
প্রশ্ন:- পারস্য সম্রাট নাদীর শাহ কোন বছর ভারত আক্রমণ করেন ?
উত্তর:-১৭৩৯ খ্রিস্টাব্দেপারস্য সম্রাট নাদীর শাহ ভারত আক্রমণ করেন ।
প্রশ্ন:- পাণিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
উত্তর:- ১৭৬১ খ্রিস্টাব্দে পাণিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল ।
প্রশ্ন:- পাণিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
উত্তর:- ১৭৬১ খ্রিস্টাব্দে পাণিপথের তৃতীয় যুদ্ধমারাঠা শক্তিএবংআহম্মদ শাহ আবদালীর মধ্যেসংঘটিত হয়েছিল ।
প্রশ্ন:- গো-ব্রাহ্মণ পালক অভিধা কে গ্রহন করেছিলেন ?
উত্তর:-শিবাজীগো-ব্রাহ্মণ পালক অভিধা গ্রহন করেছিলেন।
প্রশ্ন:- ঔরঙ্গজেবের কোন মোগল সেনাপতিকে পালিয়ে যেতে শিবাজী বাধ্য করেছিলেন ?
উত্তর:- ঔরঙ্গজেবের সেনাপতিশায়েস্তা খাঁকে শিবাজী পালিয়ে যেতে বাধ্য করেছিলেন ।
প্রশ্ন:- পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলেমোগলদেরসঙ্গেশিবাজীর পুরন্দরের সন্ধি হয়েছিল ।
প্রশ্ন:- পুরন্দরের সন্ধি কবে হয়েছিল ?
উত্তর:- ১৬৬৫ খ্রিস্টাব্দেমোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মোগলদের সঙ্গে শিবাজীর পুরন্দরের সন্ধি হয়েছিল ।
প্রশ্ন:- বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?
উত্তর:-নবাব মুর্শিদকুলিখাঁ বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন ।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে পর্তুগীজদের বাংলা থেকে বিতারিত করা হয় ?
উত্তর:-১৬৩২ খ্রিস্টাব্দেপর্তুগীজদের বাংলা থেকে বিতারিত করা হয় ।
প্রশ্ন:- আলমগির-বাদশাহ-গাজি উপাধি কে গ্রহন করেছিলেন ?
উত্তর:- সম্রাটঔরঙ্গজেবআলমগির-বাদশাহ-গাজি উপাধি গ্রহন করেছিলেন ।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় ?
উত্তর:-১৭০৭ খ্রিস্টাব্দেঔরঙ্গজেবের মৃত্যু হয় ।
প্রশ্ন:- মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:-শিবাজীমারাঠা শক্তির প্রতিষ্ঠাতা ছিলেন ।
প্রশ্ন:- কবে শিবাজীর রাজ্যাভিষেক হয় ?
উত্তর:-১৬৭৪খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয় ।
প্রশ্ন:- কোন দুর্গে শিবাজীর রাজ্যাভিষেক হয় ?
উত্তর:-রায়গড়দুর্গে ১৬৭৪ খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয় ।
প্রশ্ন:- সিরাজদৌলার পূর্বে বাংলার নবাব কে ছিলেন ?
উত্তর:- সিরাজদৌলার পূর্বে বাংলার নবাব ছিলেননবাব আলিবর্দি খাঁ।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল ?
উত্তর:-১৭৫৭ খ্রিস্টাব্দেপলাশির যুদ্ধ হয়েছিল ।
প্রশ্ন:- পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে সুবে বাংলার নবাবসিরাজদৌলারসঙ্গেইংরেজদেরপলাশির যুদ্ধ হয়েছিল।
প্রশ্ন:- পলাশির যুদ্ধে সিরাজদৌলার বিপক্ষে কারা ছিলেন ?
উত্তর:- পলাশির যুদ্ধে রাজবল্লভ, ঘসিটি বেগম , মিরন সিরাজদৌলার বিপক্ষে ছিলেন ।
প্রশ্ন:- ভারতে তোতাপাখি নামে কে পরিচিত ?
উত্তর:- সুলতানি যুগের বিখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ এবং শ্রেষ্ঠ সাহিত্যিকআমির খসরুভারতে তোতাপাখি নামে পরিচিত ।
প্রশ্ন:- বাংলা ভাষায় প্রথম রামায়ন কে রচনা করেন ?
উত্তর:- কবি কৃত্তিবাসবাংলা ভাষায় প্রথম রামায়ন রচনা করেন ।
প্রশ্ন:- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে রচন করেন ?
উত্তর:-কবি চন্ডীদাসশ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচন করেন ।
প্রশ্ন:- শফরনামা কাব্য কে রচনা করেন ?
উত্তর:-পন্ডিত ইব্রাহিম কায়ুম ফারুকিশফরনামা কাব্য রচনা করেন ।
প্রশ্ন:- মনসামঙ্গল কাব্য কে রচনা করেন ?
উত্তর:-কবি বিজয়গুপ্তমনসামঙ্গল কাব্য রচনা করেন ।
প্রশ্ন:- মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত কার আমলের কবি ?
উত্তর:- মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্তশাহি বংশের সুলতান জালালউদ্দিন ফতে শাহেরআমলের কবি ।
প্রশ্ন:- সুলতানি যুগের উল্লেখযোগ্য স্থাপত্যশিল্পের একটি উদাহরণ দাও ?
উত্তর:- কুতুবমিনারএকটি সুলতানি যুগের উল্লেখযোগ্য স্থাপত্যশিল্প।
প্রশ্ন:- আদিনা মসজিদ কোথায় অবস্থিত ?
উত্তর:- আদিনা মসজিদ পশিমবাংলারপান্ডুয়ায়অবস্থিত ।
প্রশ্ন:- হুসেন শাহের দুজন হিন্দু রাজকর্মচারীর নাম করো ?
উত্তর:-রূপ গোস্বামীওসনাতন গোস্বামীছিলেন হুসেন শাহের দুজন হিন্দু রাজকর্মচারী ।
প্রশ্ন:- হুসেন শাহি আমলের দুজন কবি ও সাহিত্যিকের নাম করো ?
উত্তর:-কবিকঙ্কণওশ্রীকর নন্দীহলেন হুসেন শাহি আমলের দুজন কবি ও সাহিত্যিক ।
প্রশ্ন:- কবিকঙ্কণ কে ছিলেন ?
উত্তর:- কবিকঙ্কণ সুলতান নসরৎশাহের আমলের একজন বিখ্যাতকবি।
প্রশ্ন:- সুলতান নসরৎ শাহের আমলের দুটি স্থাপত্যশিল্পের উল্লেখ কারো ?
উত্তর:-বড়ো সোনা মসজিদএবংকদম রসুলসুলতান নসরৎ শাহের আমলের দুটি উল্লেখযোগ্য স্থাপত্যশিল্প ।
প্রশ্ন:- বাংলার কোন সুলতানের আমলে শ্রীচৈতন্যের আবির্ভাব হয় ?
উত্তর:-সুলতান হুসেন শাহেরআমলে শ্রীচৈতন্যের আবির্ভাব হয় ।
প্রশ্ন:- মহাভারতের বঙ্গানুবাদ প্রথম কে করেন ?
উত্তর:- সুলতানি আমলের কবিপরমেশ্বরমহাভারতের বঙ্গানুবাদ প্রথম করেন ।
প্রশ্ন:- শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচয়িতা কে ছিলেন ?
উত্তর:- শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচয়িতা ছিলেনমালাধর বসু।
প্রশ্ন:- চৈতন্যচরিতামৃত কার লেখা ?
উত্তর:- চৈতন্যচরিতামৃতকৃষ্ণদাস কবিরাজেরলেখা ।
প্রশ্ন:- চৈতন্য ভাগবত কার লেখা ?
উত্তর:- চৈতন্যভাগবতবৃন্দাবন দাসের লেখা ।
প্রশ্ন:- নানকের ধর্মমতের মূল কথা কী ?
উত্তর:- নানকের ধর্মমতের মূল কথা হলএক-ঈশ্বর , গুরু , এবং নামজপ।
প্রশ্ন:- শিখদের দশম গুরু কে ছিলেন ?
উত্তর:-গুরু গোবিন্দ সিংহছিলেন শিখদের দশম গুরু ।
প্রশ্ন:- মধ্যযুগে দুজন ভক্তিবাদী ধর্মীয় নেতার নাম কী ?
উত্তর:- মধ্যযুগে দুজন ভক্তিবাদী ধর্মীয় নেতার নাম হলশ্রীচৈতন্যওকবির।
প্রশ্ন:- রামানন্দ কে ছিলেন ?
উত্তর:- রামানন্দ সুলতানি যুগেরভক্তিবাদী সাধক রামানুজাচার্যের শিষ্যছিলেন ।
প্রশ্ন:- নামদেব কে ছিলেন ?
উত্তর:- মারাঠি সাধু নামদেব ছিলেন মধ্য যুগেরভক্তি আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা।
প্রশ্ন:- নামদেব কোন অঞ্চলের অধিবাসী ছিলেন ?
উত্তর:- নামদেবমহারাষ্ট্রেরঅধিবাসী ছিলেন ।
প্রশ্ন:- বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলা হয় ?
উত্তর:-শ্রীচৈতন্যদেব কে বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় ।
প্রশ্ন:- শ্রীচৈতন্যদেব প্রচারিত ধর্ম কী নামে পরিচিত ?
উত্তর:- শ্রীচৈতন্যদেব প্রচারিত ধর্মগৌড়ীয় বৈষ্ণব ধর্মনামে পরিচিত ।
প্রশ্ন:- শাহনামা কাব্যের রচয়িতা কে ?
উত্তর:- শাহনামা কাব্যের রচয়িতা হলেনকবি ফিরদৌসি।

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s