Subsidence


**অবনমন (Subsidence) :- সাধারনত কঠিন ও নরম শিলা দ্বারা গঠিত ভূ ভাগের নীচস্থ কোমল শিলা অপসারিত হলে উপরের শিলাস্তর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নীচের দিকে বসে যায়। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক কারনে ভূ অভ্যন্তরে গহ্বর বা সুরঙ্গ সৃষ্টি হলে ভূ অভ্যন্তরীণ ছাদে মাধ্যাকর্ষণ শক্তির প্রচন্ড চাপ পড়ে এবং এই চাপের ফলে অনেক সময় ঐ ভূ-গর্ভস্থ সুরঙ্গ বা গহ্বরের ছাদ বা দুর্বল অংশ ধ্বসে পড়ে । তবে এই অবনমনের ফলে শিলারাশি কোন ঢাল বেয়ে নীচে নামে না। এক্ষেত্রে শিলারাশি উল্লম্বভাবে সরাসরি উপর থেকে নীচে পড়ে। সাধারনত চুনাপাথর অঞ্চলে এরূপ অবনমন বেশি দেখা যায়।
এই অবনমন আবার মানুষের ক্রিয়াকলাপের ফলেও ঘটে থাকে। অনেক সময় খনিজ পদার্থ উত্তোলনের পর যে গহ্বরের সৃষ্টি হয় তা পূরণ না করার ফলে ঐ সকল স্থানে অবনমনের সৃষ্টি হয়।

Leave a comment