Our New Website


Notice

এই Website এর সকল Follower দের উদ্দেশ্যে বলা হচ্ছে যে, আমাদের এই Website টি বন্ধ করে হয়েছে। এখন থেকে আপনারা আমাদের New Website এ সমস্ত Update পাবেন।

আমাদের নতুন Website

www.missiongeographyindia.in

আমাদের New Website টি অনেক Advance এবং এই Website এ অনেক নতুন নতুন ধরনের তথ্য পাবেন। সেই সঙ্গে সঙ্গে New Website এ অনেক ধরনের Features (Online Quiz, Video).

তাই আর দেরি না করে আমাদের New Website টি Save ও Subscribe করে রাখুন। আপনি যদি আমাদের New Website টি Subscribe করে রাখেন তাহলে Website এ নতুন কোনো পোস্ট করা হলে সঙ্গে সঙ্গে তার Notification আপনার Email এ চলে যাবে এবং Email ই পুরো পোস্ট দেখতে পারবেন।

Click Here: www.missiongeographyindia.in

New Website Features

www.missiongeographyindia.in

www.missiongeographyindia.in

www.missiongeographyindia.in

www.missiongeographyindia.in

www.missiongeographyindia.in

www.missiongeographyindia.in

www.missiongeographyindia.in

MGI MAGAZINE 2ND ISSUE, DECEMBER 2017


মিশন জিওগ্রাফি ইন্ডিয়া, প্রথম বর্ষ, দ্বিতীয় সংখ্যা, ৩১ শে ডিসেম্বর ২০১৭

সম্পাদকীয়

অতিবাহিত হল একটি ভৌগোলিক বর্ষ।  সূচনার কয়েক পদক্ষেপ পিছনে এক নতুন বর্ষ।  আর তারেই প্রাক্কালে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে সমস্ত গ্রুপ সদস্য, ভূগোল প্রেমী, বিদগ্ধ শিক্ষা সমাজ তথা শিক্ষার্থীদের ইংরাজী নববর্ষের আগাম আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং মঙ্গল কামনা করে প্রকাশিত হল “মিশন জিওগ্রাফি ইন্ডিয়া” ত্রৈমাসিক এর দ্বিতীয় সংখ্যা।
2018 নববর্ষের প্রথম ত্রৈমাসিকে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে একটি মাধ্যমিক এবং অপরটি উচ্চমাধ্যমিক যা শিক্ষার্থীর কাছে জীবন বিকাশের অন্যতম দুটি সোপান।  আর এই সোপান উত্তীর্ণ হতে প্রয়োজন নিগূঢ় অধ্যবসায় এবং পূর্ণাঙ্গ পরিকল্পনা।  একথা স্মরণে রেখে এই সংখ্যায় তাদের সাহায্যার্থের প্রচেষ্টা স্বরূপ কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর প্রদান করার প্রয়াস করা হয়েছে। আশাকরি তা সম্পূর্ন ভাবে শিক্ষার্থীদের সহযোগি হয়ে উঠবে।
এছাড়া অন্যান্য ক্ষেত্র হিসেবে SLST, UGC NET, SET, WBCS প্রভৃতি পরীক্ষা প্রস্তুতি বিভাগগুলির সাথে স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের বিভিন্ন প্রাসঙ্গিক আলোচনা; ভৌগোলিক জ্ঞানের বিকাশের জন্য বিভিন্ন প্রবন্ধ,ভৌগোলিক নিবন্ধ সহ ভৌগোলিক ভ্রমণ, ভৌগোলিক গল্প প্রভৃতির সম্ভারপূর্ণ ও তথ্যনিষ্ঠ এক অনবদ্য পত্রিকা ভূগোল প্রেমীদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে নিষ্ঠার সহিত।  স্থান পেয়েছে সাম্প্রতিক ভৌগোলিক ঘটনাবলী।
পত্রিকার উৎকর্ষতা এবং প্রাসঙ্গিকতার বিচার পাঠকবর্গের নিকট প্রদান করে আমরা স্বস্তি লাভের আসা রাখি এবং একই সাথে পত্রিকাটিকে যুগোপযোগী করে তোলার সমস্ত প্রকার প্রাসঙ্গিক ও গঠনমূলক সমালোচনা কামনা করি।  আশাকরি নিরাশ করবেন না।
পরিশেষে আমাদের উপদেষ্টামণ্ডলী এবং লেখক/লেখিকাগণের ঋণ স্বীকার করতেই হয় যাঁরা আমাদের কৃতজ্ঞতাপাশে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছেন এবং নির্দিষ্ট মার্গ দর্শনের মধ্যদিয়ে এই প্রয়াসের পূর্ণাঙ্গ বাস্তবায়নে সর্বদা অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু ।
ধন্যবাদান্তে :-

কমল হালদার ও সৌরভ সরকার (যুগ্ম সম্পাদক, মিশন জিওগ্রাফি ইন্ডিয়া)

রাজকুমার গুড়িয়া ও গোপাল মণ্ডল (যুগ্ম সহকারী সম্পাদক, মিশন জিওগ্রাফি ইন্ডিয়া)

অরিজিৎ সিংহ মহাপাত্র, দিপু সিংহ, মৃণাল কান্তি মণ্ডল, অপূর্ব গুঁই, মাসুদ আলম (সহযোগী সম্পাদকমণ্ডলী, মিশন জিওগ্রাফি ইন্ডিয়া)

MISSION GEOGRAPHY INDIA MAGAZINE


মিশন জিওগ্রাফি ইন্ডিয়া

সম্পাদকীয়:
71 তম স্বাধীনতা দিবসের শুভ লগ্নে মিশন জিওগ্রাফি ইন্ডিয়ার পক্ষ থেকে সমস্ত দেশবাসীযুব-ছাত্রসমাজ ও বিদগ্ধ শিক্ষিত সমাজকে আন্তরিক অভিনন্দন ও সম্প্রীতির বার্তা প্রদান করে প্রকাশিত হল মিশন জিওগ্রাফি ইন্ডিয়ার অনবদ্য প্রয়াসের ফল তথা বাংলা ভাষায় সর্বপ্রথম ও অদ্বিতীয় ভৌগলিক ক্রোড়পত্র “মিশন জিওগ্রাফি ইন্ডিয়া” ত্রৈমাসিক পত্রিকা র প্রথম সংখ্যা l বাংলা ভাষায় প্রকাশিত ভূগোল কেন্দ্রীক এই ত্রৈমাসিক পত্রিকা মাতৃভাষায় ভৌগলিক জ্ঞানচর্চার আধার রুপে স্বীকৃতি পাবে বলেই আসা রাখি l ভূগোলের জনপ্রিয়তা বৃদ্ধি ও ভৌগলিক জ্ঞানের ক্রমবর্ধমান চাহিদা থেকে অনুপ্রাণিত হয়ে ভূগোলের প্রতি আমাদের এই যতকিঞ্চিত শ্রদ্ধাঞ্জলী l বাংলা ভাষায় ভূগোল চর্চাকে আকর্ষণীয় ও আনন্দনীয় করতে এবং সমগ্র বাঙালির কাছে ভৌগলিক জিজ্ঞাসা তুলে ধরতে আমরা বদ্ধপরিকর l আমাদের এই পত্রিকায় ভূগোলের প্রাথমিক পাঠ থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিস্তৃত ক্ষেত্র তুলে ধরার প্রচেষ্টা করছি যাতে সমস্ত ভূগোল প্রেমী ও শিক্ষার্থী সকলেরই আশানুরূপ চাহিদা নিবৃত্ত হয় l এতে রয়েছে সম্প্রতিক ভৌগলিক ঘটনাবলী, ভৌগলিক প্রবন্ধ, ভৌগলিক গল্প সহ বিভিন্ন স্তরের পাঠ্যসূচী অনুযায়ী ছোট-বড় প্রশ্নোত্তরের সম্ভার l
আমাদের এই পত্রিকা প্রকাশের অনুপ্রেরণা যেমন আমরা আমাদের “গ্রুপ” এর সদস্যদের নিকট থেকে পেয়েছি তেমনি উপদেষ্টা মন্ডলীর নিকট থেকে তাঁদের সুতীক্ষ্ণ চিন্তাধারা, সুসংবদ্ধ মার্গদর্শন না পেলে হয়তো বা এই প্রয়াস অসম্পূর্ণ থেকে যেত l তাই সমগ্র উপদেষ্টা মণ্ডলীকে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে চির কৃতজ্ঞতা জ্ঞাপন করি l এছাড়াও আমাদের লেখক ও প্রশাসক গণের কঠোর পরিশ্রম ও অবিচল আগ্রহ সাধুবাদের দাবী রাখে l

“মিশন জিওগ্রাফি ইন্ডিয়া” প্রকাশিত এই ত্রৈমাসিক পত্রিকা গুলি সকল ভূগোল প্রেমী পাঠক-পাঠিকা দের আন্তরিক তৃপ্তি দেবে বলেই আসা করি l তবে পত্রিকা গুলি তখনই তার ন্যায্য মূল্য পাবে যখন পাঠক-পাঠিকা গণ এ থেকে ভৌগলিক জ্ঞান অর্জনের মাধ্যমে উপকৃত হবেন এবং ভৌগলিক ক্ষুধা নিবৃত্ত করতে পারবেন l পরিশেষে সমগ্র বিদগ্ধ শিক্ষাব্রতী সমাজের নিকট আমাদের আবেদন অনিচ্ছাকৃত ভুলত্রুটি ক্ষমাসুলভদৃষ্টিভঙ্গিতে আলোচনা ও সমালোচনার মাধ্যমে এবং গঠনমূলক উপদেশ প্রদান করে আগামীতে সর্বাঙ্গসুন্দর ভৌগলিক ক্রোড়পত্র উপস্থাপনের পথ প্রদর্শন করিবেন l

ধন্যবাদান্তে :-
15th আগস্ট,2017
কমল হালদার

সৌরভ সরকার
সম্পাদক, মিশন জিওগ্রাফি ইন্ডিয়া

মহাবিশ্ব (Space)


পৃথিবীকে ঘিরে যে অনন্ত ও সর্বব্যাপী ব্রহ্মাণ্ড বা জগৎ আছে তাকেই এক কথায় মহাকাশ বলে। পৃথিবী,বায়ুমণ্ডল,সূর্য,চন্দ্র,নক্ষত্র,গ্­রহ-উপগ্রহ,উল্কা প্রভৃতি নিয়ে গঠিত এই মহাবিশ্ব। এই মহাবিশ্বের বিশালতা সম্বন্ধে কোনো ধারণা আমাদের নেই ।

জ্যোতিষ্ক (Celestial Bodies):- দিনের আকাশে দেখা যায় সূর্য,রাতের আকাশে দেখা যায় চন্দ্র এবং অসংখ্য ছোট-বড় উজ্জ্বল আলোকবিন্দু ।এদের একত্রে বলা হয় জ্যোতিষ্ক। জ্যোতিষ্ক মন্ডলের অন্তর্ভুক্ত হ’ল নক্ষত্র,গ্রহ,গ্রহাণু­পুঞ্জ,উপগ্রহ,ধূমকেতু­,উল্কা,নীহারিকা ও ছায়াপথ।
এই জ্যোতিষ্কগুলিকে আটটি বিভাগে ভাগ করা হয়,যথা-


1. নক্ষত্র( Star): রাতের আকাশে যে সব জ্বলন্ত গ্যাসীয় পিন্ড দপ্-দপ্ বা মিটমিট করে জ্বলে তাদের নক্ষত্র বলে। এদের নিজস্ব আলো আছে। আমাদের সব থেকে কাছের ও উজ্জ্বল নক্ষত্র হল সূর্য।পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র হল প্রক্সিমা সেন্টরাই । সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড । মহাকাশে এমন অনেক নক্ষত্র আছে যাদের আলো এখনও পৃথিবীতে পৌছায়নি।

2. গ্রহ (Planet):
যে পৃথিবীতে আমরা বাস করি সেটি একটি গ্রহ।যে সব জ্যোতিষ্ক কোনো নক্ষত্রের বা সূর্যের চারপাশে নির্দিষ্ট পথে ও নির্দিষ্ট সময়ে ঘুরে বেড়ায় তাদের গ্রহ বলে। সূর্যের আলো গ্রহদের গায়ে পড়ে বলে এরা আলোকিত হয়। গ্রহগুলির নিজস্ব আলো ও উত্তাপ নেই। গ্রহগুলির মধ্যে বৃহস্পতি ও প্লুটো ক্ষুদ্রতম।

3. গ্রহাণুপুঞ্জ ( Asteroids):
অতি ক্ষুদ্রাকার অসংখ্য জ্যোতিষ্ক মঙ্গল ও বৃহস্পতি গ্রহ দুটির মধ্যে অবস্থান করে,এদের গ্রহাণু বলে। হাজার-হাজার গ্রহাণুগুলি একসাথে ঝাঁক বেঁধে থাকে বলে এদের গ্রহাণুপুঞ্জ বলে।

4. উপগ্রহ (Satellite):
যে জ্যোতিষ্ক কোনো গ্রহের চারদিকে নির্দিষ্ট পথে ও নির্দিষ্ট সময়ে ঘোরে তাকে উপগ্রহ বলে।এরাও নক্ষত্রের আলোয় আলোকিত ও উত্তপ্ত হয়।পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ। বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড হলো সৌরজগতের সবচেয়ে ভারী ও বৃহত্তম উপগ্রহ ।

5. ধূমকেতু (Comet):
বহুবছর বাদে বাদে একপ্রকার জ্যোতিষ্ক আকাশে দেখা যায় যেগুলি কিছুদিন পরেই আবার মিলিয়ে যায়। এদের একটি উজ্জ্বল মাথা এবং বাষ্পময় সুদীর্ঘ পূচ্ছ বা লেজ থাকে । লেজটি লক্ষ-লক্ষ কিলোমিটার লম্বা ও ঝাঁটার মতো দেখতে হয়।এরূপ জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। উদাহরণ- হ্যালির ধূমকেতু । প্রতি ৭৬ বছর অন্তর একে আকাশে দেখা যায়। আবিষ্কারক স্যার এডমণ্ড হ্যালির নামানুসারে এর নাম হল হ্যালির ধূমকেতু ।

6. উল্কা (Meteors):
রাতে কখনও-কখনও একটি আলোক বিন্দুকে তীব্র গতিতে আকাশ থেকে খসে পড়তে দেখা যায়। এদের উল্কা বলে।ধূমকেতু বা গ্রহাণু ভেঙে গিয়ে যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বায়ুর সঙ্গে ঘর্ষণের কারনে জ্বলে ওঠে ।উল্কার আঘাতে ভূপৃষ্ঠে গভীর ও বিশাল গর্তের সৃষ্টি হতে পারে ।

7. নীহারিকা (Nebula):
মহাকাশে একধরণের জ্যোতিষ্ক আছে যাদের বহুদূর থেকে হাল্কা মেঘের ন্যায় দেখতে।এগুলি উত্তপ্ত ও হাল্কা গ্যাসীয় পদার্থ দ্বারা তৈরি।এদের বলে নীহারিকা । বিজ্ঞানীদের অনুমান নীহারিকা থেকে নক্ষত্রের সৃষ্টি হয়।

8. নক্ষত্রলোক ও ছায়াপথ (Galaxy & Milky way ) :
বিশালাকার কোনো নক্ষত্রকে কেন্দ্র করে চারদিকে কোটি কোটি নক্ষত্র যখন প্রদক্ষিণ করে তখন তাকে নক্ষত্রলোক বলে। অসংখ্য নক্ষত্র পাশাপাশি একত্রে অবস্থান করলে যে উজ্জ্বল পথ বা বলয়ের সৃষ্টি হয় তাকে বলে ছায়াপথ।এর অপর নাম আকাশগঙ্গা আকাশ কোথাও কোথাও কয়েকটি নক্ষত্র দলগত ভাবে অবস্থান করে । পাশাপাশি আবস্থিত কয়েকটি নক্ষত্রকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে সেগুলি বিভিন্ন মূর্তির আকার ধারণ করে, এদের নক্ষত্র মন্ডল বলে । বিজ্ঞানীরা এই নক্ষত্র মন্ডল গুলির বিভিন্ন নাম করন করেছেন। উল্লেখযোগ্য হল কালপুরুষ,সপ্তর্ষিমন্­ডল,কৃত্তিকা,রোহিণী প্রভৃতি ।

———————————–

•Edited & Writed by Deep Sinha (Admin MGI GROUP).
•Designed by Sourav Sarkar (Director, MGI GROUP).
©Mission Geography India

TYPES OF COLLAR WORKERS


TYPES OF COLLAR WORKERS

1. Red-Collar Worker: প্রাথমিক স্তরের কাজে নিযুক্ত কর্মীদের Red-Collar Worker বলে । কারণ এদের সব সময় বাড়ির বাইরে রোদে-জলে কাজ করতে হয় । যেমন- কৃষক বা কৃষিকাজে নিযুক্ত কর্মী ।

2. Blue-Collar Worker: এই শব্দটি প্রথম 1924 সালে ব্যবহৃত হয় । গৌণ স্তরের কার্যে (Secondary Activities) নিযুক্ত শ্রমিকদের Blue-Collar Worker বলে । যেমন- কলকারখানা বা শিল্পের কাজে নিযুক্ত শ্রমিক ।

3. Black-Collar Worker: কয়লা ও খনিজ তেল উত্তোলনের কার্যে নিযুক্ত শ্রমিকদের Black-Collar Worker বলে । কিছু ক্ষেত্রে, এটি ব্যবহার করা হয় যারা কালোবাজারী কার্যকলাপের সাথে যুক্ত ।

4. Pink-Collar Worker: এই শব্দটি প্রথম 1990-এর দশকের শেষের দিকে লেখক ও সামাজিক সমালোচক লুইস হোভের দ্বারা জনপ্রিয় হয়ে ওঠে । সেবাক্ষেত্রের কার্যে (Tertiary Activities) নিযুক্ত কর্মীদের Pink-Collar Worker বলে ।
Example: Nurses, Secretaries, Elementary School Teacher etc.

5. White-Collar Worker: এই শব্দটি প্রথম 1930 সালে Upton Sinclair ব্যবহার করেন । উচ্চ মেধা সম্পন্ন কোয়াটারনারী কাজের (Quaternary Activities) সাথে যুক্ত মানুষদের White-Collar Worker বলে । এরা একটি বেতনভোগী পেশাদার ।
Example: IT শিল্পে নিযুক্ত কর্মী, PSC, SSC, পর্যটন ও বিনোদন শিল্পে নিযুক্ত কর্মী ।

6. Gold-Collar Worker : Robert Earl Kelley তাঁর রচিত “THE GOLD-COLLAR WORKER”(1985) বইতে ‘Gold-Collar Worker’ কথাটি প্রথম ব্যবহার করেন । এই নবগঠিত শব্দগুছ সেইসব তরুণ ও কমবেতনভুক্ত কর্মীদের নির্দেশিত করে, যারা শ্রমব্যয় করে আকর্ষণীয় সমৃদ্ধিলাভের ক্রিয়াকলাপে । অতি-উচ্চশিক্ষিতব্যক্তি কিংবা সমাজে ও কর্মস্থানে বিশেষ সম্মানীয় ব্যক্তিগণ Gold-Collar Worker নামে প্রসিদ্ধ ।
উদাঃ- Lawyer, Doctors, Research scientists প্রমুখ ।

7. Yellow-Collar Worker : সৃজনীমূলক কাজের সাথে যুক্ত ব্যক্তি যারা blue-collar ও white-collar কাজ করার পাশাপাশি চারদেওয়ালের বাইরে বেরিয়ে সৃষ্টিমূলক কাজও করে থাকে, তাদের ‘Yellow-Collar Worker’ বলে ।
উদাঃ- Photographers, Filmmakers, Directors, Editors etc.

8. Green-Collar Worker : প্রাকৃতিক উপাদানগুলিকে(সৌররশ্মি,জল,বায়ু প্রভৃতি) অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবহারপোযোগী করে তোলার কাজে নিযুক্ত কর্মীদের ‘Green-Collar Worker’ বলে । এই শব্দটি প্রথম ব্যবহার করেন Patrick Heffernan (1976) .
উদাঃ- Solar panels, Greenpeace, World wide fund for nature –এ কর্মরত শ্রমিক ।

9. Orange-Collar Worker : নগরবাসী কর্তৃক ধৃত কারাবাসী শ্রমিকরা(Prison Labours) কমলা রঙের পোষাক পরে সকলে মিলেমিশে(orange jump suits)কাজ করার জন্য তাদের এরূপ নামকরণ হয়েছে ।

10. Gray-Collar Worker : অবসরপ্রাপ্ত শ্রমিকরা ‘Gray-Collar Worker’ নামে পরিচিত । অর্থাৎ যেসব ব্যক্তি কোনো কাজ থেকে retirement-এর পর পুনরায় কোনো কাজে নিযুক্ত হয় তাদের ‘Gray-Collar Worker’ এবং সেই কাজটিকে বলা হয় Gray-Collar Work ।
উদাঃ- Fire fighters, Police officers, Health-care professional, security guards etc.

11. Scarlet-Collar Worker : পর্ণগ্রাফি শিল্পকর্মের সাথে যুক্ত কর্মীদের ‘Scarlet-Collar Worker’ বলে । এই কর্মের প্রতি মহিলাদের আকর্ষণ বেশি লক্ষ্য করা যায় । প্রসঙ্গত উল্লেখ্য, Scarlet বা রক্তিম বর্ণ সবভাবতই ব্যভিচারকে নির্দেশ করে ।

12. Open-Collar Worker : এই কর্মীরা প্রধানত internet-এর মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় কাজ করে থাকে ।

13. No-Collar Worker : সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা অর্জন করেও যেসকল ব্যক্তি economic activity থেকে বিচ্যুত রয়েছেন (অর্থাৎ শিক্ষিত বেকার), তাদের বলা হয় ‘No-Collar Worker’ । বর্তমানে ভারত ও আমেরিকাতে এটি একটি উদীয়মান ও ক্রমোচ্চ প্রসারিত শ্রেণীরূপে আত্মপ্রকাশ করেছে ।
•Edited & Designed by Sourav Sarkar (Director, MGI GROUP)
©Mission Geography India

ভূগোল শব্দকোষ (Bhugol Shabdakosh)


ভূগোল শব্দকোষ

1. A-horizon: ‘A’ স্তর,
2. Ablation: অপসারণ,
3. Ablation Area: অপসারণ এলাকা,
4. Ablation Woraine: অপসারণ গ্রাবরেখা,
5. Abney Level: জরিপ কাজে ব্যবহৃত যন্ত্র,
6. Abrasion: অবঘর্ষ,
7. Abrasion Terrace: অবঘর্ষ মঞ্চ,
8. Absulate Humidity: চরম আদ্রতা,
9. Absulate Space: প্রকৃত অবস্থান,
10. Absulate Stability: আবহাওয়ার স্থিতাবস্থা,
11. Absorption: শোষন,
12. Abstruction: নিষ্কাশন,
13. Abyssal Hill: পাতালিক পর্বত,
14. Abyssal Plain: গভীর সমুদ্রের সমভূমি,
15. Abyssal Zone: গভীর সমুদ্রের সমভূমি বলয়,
16. Acasta Gneiss: প্রাচীন শিলা,
17. Acclerated Erosion: ত্বরান্বিত ভূমিক্ষয়,
18. Accessibility: গম্যতা,
19. Accessibility Map: গম্যতাসূচক মানচিত্র,
20. Accidented Relief: অপ্রতাশিত ভূমিরূপ,
21. Acculturation: সংস্কৃতায়ন,
22. Acid Humification: অ্যাসিড হিউমিফিকেশন,
23. Acid Rain: অম্লবৃষ্টি,
24. Acid Rock: আম্লিক শিলা,
25. Acid Soil: অম্ল মৃত্তিকা,
26. Acidic Rock: আম্লিক শিলা,
27. Acre-Foot: একক ফুট,
28. Acropolis: অ্যাক্রোপলিস,
29. Action Space: কার্যোপযোগী স্থান,
30. Active Acidity: সক্রিয় অম্লতা,
31. Active Fault:
সক্রিয় চ্যুতি,
32. Active Layer: সক্রিয় স্তর,
33. Active Margin: সক্রিয় সীমান্ত,
34. Active Volcano: সক্রিয় আগ্নেয়গিরি,
35. Activity Rate: সক্রিয়তার হার,
36. Activity Ratio: সক্রিয় অনুপাত,
37. Adaptation: অভিযোজন,
38. Adaptive Radiation: অভিযোজিত বিকিরণ,
39. Adhesion: সংযুক্তিকরণ,
40. Adiabatic Process: তাপবিযুক্তিকরণ পদ্ধতি।
41. Adjusted Stream: আয়াম নদী,
42. Administrative Principle: প্রশাসনিক অবস্থান নীতি,
42. Administrative Town: প্রশাসনিক শহর,
43. Adobe: অ্যাডোব,
44. Adret: ঢালু পর্বত ঢাল,
45. Advanced Dune: অগ্রবর্তী বালিয়াড়ি,
46. Advection Fog: অনুভূমিক পরিচলনজনিত কুয়াশা,
47. Adventive Cone: প্রকৃতি বিরুদ্ধ শঙ্কু,
48. Aeolian: বায়ব্য,
49. Aeolianite: কঠিন বালিয়াড়ি,
50. Aeon: অতিকল্প,
51. Aeration: বাতান্বয়ন,
52. Aeration Zone:বাতান্বয়ন মন্ডল,
53. Aerial Photograph: আলোকচিত্র,
54. Aerobic: বায়ুজীবি,
55. Aerography: আবহবিদ্যা,
56. Aeroplankton: বায়ুতাড়িত অণুজীব,
57. Aerosols: অ্যারোসল,
58. Aerosphere: বায়ুমণ্ডল,
59. Afforestation: বনভূমিকরণ,
60. After Shock: পরবর্তী ঝাঁকুনি,
61. Agate: অকীক পাথর/সোলেমানি পাথর,
62. Age: যুগ,
63. Age Dependency: বয়স নির্ভরশীলতা,
64. Age Pattern: বয়স ধরন,
65. Age Specific Death Rate: বয়ঃক্রমিক মৃত্যুহার,
66. Age Structure: বয়স কাঠামো,
67. Age-sex Pyramid: বয়স-লিঙ্গ কাঠামো,
68. Age-sex Ratio: বয়স-লিঙ্গ অনুপাত,
69. Agglomerate: পিণ্ডিত/স্তূপীকৃত,
70. Agglomeration: শহরতলির জনসংখ্যা,
71. Aggradation: অবক্ষেপণ সৃষ্ট ভূমিরূপ,
72. Aggradation Ice: ভূ-নিম্নস্থ বরফরাশি,
73. Aggregates: মৃত্তিকার সমষ্টি,
74. Aggregation:সমষ্টিকরণ,
75. Agonic Line: অকৌনিক রেখা,
76. Agrarian Society: কৃষিসমাজ,
77. Agribusiness: কৃষিব্যবসা,
78. Agricultural Calendar: কৃষিপঞ্জিকা,
79. Agriculturalcycle: কৃষিচক্র,
80. Agricultural Density: কৃষিঘনত্ব।
81. Agricultural Efficiency: কৃষি দক্ষতা,
82. Agricultural Geography: কৃষি ভূগোল,
83. Agricultural Industrialization: কৃষি শিল্পায়ন,
84. Agricultural Labour Productivity: কৃষি শ্রমিক উৎপাদনশীলতা,
85. Agricultural Land: কৃষিজমি,
86. Agricultural Location theory: কৃষি অবস্থান তত্ত্ব,
87. Agricultural Mechanisation: কৃষি যান্ত্রিকীকরণ,
88. Agricultural Region: কৃষি অঞ্চল,
89. Agricultural Revolution: কৃষি বিপ্লব,
90. Agricultural Topography: কৃষি ভূমিরূপ,
91. Agricultural Waste: কৃষি উচ্ছিষ্টাংশ,
92. Agriculture: কৃষিকার্য,
93. Agricultural Co-operative: কৃষি সমবায়,
94. Agro-Climatology:­ কৃষি-জলবায়ু বিদ্যা,
95. Agro-forestry: কৃষি-বনসৃজন,
96. Agronomy: কৃষিবিদ্যা,
97. Agrotown: কৃষিশহর,
98. Agulhas current: এক উষ্ণ স্রোত,
99. Aid: একপ্রকারের সম্পদের ধারা,
100. Aiguilles: ছাপানো ধরনের গ্রানাইট শিলা,
101. Air: বায়ু,
102. Air Corridor: বায়ুপথ,
103. Air Drainage: বায়ু নিষ্কাষন,
104. Air Fronts: বায়ুপ্রাচীর,
105. Air Glow: বায়ুদ্যুতি,
106. Air Masses: বায়ুপূঞ্জ,
107. Air Pollutant: বায়ুদূষক,
108. Air Pollution:বায়ুদূষণ,
109. Air Pressure: বায়ুর চাপ,
110. Air Pressure Tendency: বায়ুচাপের প্রবনতা,
111. Air Quality Standard: বায়ুর গুনমান মাত্রা,
112. Albedo: প্রতিফলনতা,
113. Albedometer: সৌরবিকিরন মাপার যন্ত্র,
114. Alber’s Projection: অ্যালবার অভিক্ষেপ,
115. Albite: বর্ণহীন শিলা,
116. Alcobe: কুলুঙ্গি,
117. Alcrete: অ্যালক্রিট,
118. Aleutian Low: অ্যালুসিয়ান নিম্নচাপ,
119. Alfisol: ধূসর বাদামী রঙের উর্বর পৃষ্ঠ মৃত্তিকা,
120. Alidade: প্লেনটেবিল পদ্ধতিতে জরিপকার্যে ব্যবহৃত যন্ত্র।
121. Alkali: শুষ্ক ও নাতিশুষ্ক অঞ্চলে ভূপৃষ্ঠের উপরিভাগে সোডিয়াম বা পটাসিয়াম স্তর,
122. Alkali flat: ক্ষার তট,
123. Alkaline rocks: ক্ষারকীয় শিলা,
124. Alkaline soil: ক্ষারকীয় মৃত্তিকা,
125.Alkalization: ক্ষারীকরণ,
126.Allerod interglacial: অন্তর্বর্তী যুগ,
127. Allometric growth: অ্যালোমিতিক বৃদ্ধি,
128.Allowance trading: দূষণ নিয়ন্ত্রণকারী ব্যবস্থা,
129.Alluvial bar: পলল বাঁধ,
130.Alluvial cone: পলল শঙ্কু,
131.Alluvial fan: পলল পাখা,
132. Alluvial fans & cone: ত্রীকোণাকার বদ্বীপ,
133. Alluvial plain: পলি সমভূমি,
134. Alluvial soil: পলল মৃত্তিকা,
135. Alluvial terrace: পলল সোপান,
136. Alluvium: পলল,
137. Alm wind: আল্ম্ বায়ু,
138. Alp: আল্প,
139. Alpine: আল্পীয়
140.Altaides: আলতাই,
141.Alteration:বিকারজনিত পরিবর্তন,
142.Alternativeenergy: অপ্রচলিত শক্তি,
143.Altimeter: উচ্চতামাপক যন্ত্র,
144.Altiplanation: অল্টিপ্লানেশন,
145.Altitude: উচ্চতা,
146.Alveolate relief: মৌচাক সমৃদ্ধ ভূমিরুপ,
147.Ambient temperature: পরিবেষ্টিত উষ্ণতা,
148.Ammonia fixation: অ্যামোনিয়া সংযোজন,
149.Amphibole: গাঢ রঙের লৌহ ম্যাগনেশিযামের শিলা
150.Amplitude: বিস্তার,
151.Amygdale, a vesicule: আগ্নেয় শিলা মধ্যস্থ গর্ত,
152.Anabatic wind: পার্বত্য অঞ্চলের নিকাশি বায়ু,
153.Anaglyph: ভূপৃষ্ঠের আলোকচিত্র,
154.Analog method: আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত পদ্ধতি,
155.Analytical geography: বিশ্লেষণমূলক ভূগোল,
156.Anaseism: ভূমিকম্প সম্বন্ধীয়,
157.Anchor ice: ভাসমান বরফ,
158.Andesile line: সীমা নির্দেশক রেখা,
159.Anemogram: বায়ুরেখ,
160.Anemometer:বায়ুর গতিবেগ মাপক যন্ত্র।

•Next Coming Soon..

•Edited by Deep Sinha (Admin).
©Mission Geography India.

“Geography and We” – January, 2017


-:Geography and We:-

*রামধনু (Rainbow) :- বৃষ্টির পর রোদ উঠলে অনেকসময় সূর্যের বিপরীত দিকে তাকালে অর্ধবৃত্তাকার (আসলে বৃত্তাকার) রূপে যে সাত রং এর বর্নালী দেখা যায় তাকে বলে রামধনু। বাতাসের জলকণায় আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং বিচ্ছুরণ এর জন্য রামধনু সৃষ্টি হয়। রামধনুতে সাতটি রঙের সজ্জা বা প্যাটার্ন দেখা যায়। এই প্যাটার্ন এর উপর নির্ভর করে রামধনু দুই প্রকার। যথা-( ১) প্রাইমারি রামধনু- যখন রামধনুতে বেগুনি রং নিচের দিকে এবং লাল রং উপরের দিকে থাকে, তাকে বলে প্রাইমারী রামধনু। এই প্রকার রামধনু বেশি দেখা যায়। (২) সেকেন্ডারি রামধনু- যে রামধনুতে বেগুনি রং উপরের দিকে এবং লাল রং নীচের দিকে থাকে তাকে বলে সেকেন্ডারি রামধনু। এই প্রকার রামধনু কদাচিৎ দেখা যায়। আর যখন এই দুইপ্রকার রামধনু আকাশে একসাথে দেখা যায় তাকে বলে জোড়া রামধনু।

★ চিত্রে এক উপত্যকায় জোড়া রামধনু দেখা যাচ্ছে। চিত্র টি ভালো করে খেয়াল করলে প্রাইমারি এবং সেকেন্ডারি রামধনু চিনতে পারবেন।
*********************


*মেরুপ্রভা (Auroras):- ২৩ শে সেপ্টেম্বর থেকে ২১ শে মার্চ উত্তর মেরুতে এবং ২১ শে মার্চ থেকে ২৩ শে সেপ্টেম্বর দক্ষিন মেরুতে যখন একটানা রাত্রি থাকে তখন মাঝে মাঝে আকাশে এক বর্নময় আলোকচ্ছটা লক্ষ্য করা যায়। একে উত্তর মেরুতে সুমেরু প্রভা বা অরোরা বেরিয়ালিস এবং দক্ষিন মেরুতে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস বলে।
আমরা জানি, বায়ুমন্ডলের ঊর্দ্ধ স্তরে আয়নোস্ফিয়ার এ যে সকল গ্যাসীয় উপাদান উপস্থিত আছে তার সাথে সূর্য থেকে আগত রশ্মি ও বস্তু কনার সংঘর্ষ হয়। এই অবস্থায় গ্যাসীয় অনু ভেঙে পরমানুতে পরিণত হয় এবং ইলেকট্রন ও প্রোটন এর সাথে সংঘাতে ঐ পরমানু থেকে যে আলোক ছটা বেরিয়ে আসে তাকেই মেরুজ্যোতি বলে।
*********************


*Zhangjiajie National Forest Park, China :- চীনের উত্তর হুনান প্রদেশে অবস্থিত এই ন্যাশনাল পার্ক টি চীনের প্রথম ন্যাশনাল পার্ক। এই পার্কের দারুন ভৌগোলিক বিশেষত্ব রয়েছে। এখানে পিলারের বা স্তম্ভ আকৃতির ভুমিরূপ দেখা যায়। এই পার্বত্য অঞ্চল প্যালিওজোয়িক যুগের বেলেপাথর দ্বারা নির্মিত। এই ধরনের বিশেষ স্তম্ভাকৃতি চূড়া গুলির সৃষ্টি সম্পর্কে ভূবিজ্ঞানী গন যান্ত্রিক আবহবিকার কে দায়ী করেছেন। এখানের বেলেপাথর এর মধ্যে উল্লম্ব জয়েন্ট লক্ষ্য করা যায়। এখানে বরফের কেলাসন প্রক্রিয়া, জল এবং উদ্ভিদ শিকড়ের দ্বারা যান্ত্রিক আবহবিকার এর দ্বারা বহু বছর ধরে এমন ভুমিরূপ গড়ে উঠেছে।
পুলিকট লেগুন ভারতের অন্যতম বার্ড স্যানচুয়ারী। এখানে প্রায় ১০০ প্রজাতির পাখি দেখা যায়। তবে গ্রেটার ফ্লেমিংগো পাখির জন্য এই বার্ড স্যানচুয়ারী বিখ্যাত। এই পুলিকট লেগুন এর ১০৮বর্গকিমি অঞ্চল ন্যাশনাল পার্ক এর অন্তর্ভুক্ত।
*********************


*পুলিকট লেগুন:- ৪৮১ বর্গকিমি আয়তন বিশিষ্ট ভারতের দ্বিতীয় বৃহত্তম লবনাক্ত এই লেগুন টি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর করমন্ডল উপকূলে অবস্থিত। পুলিকট লেগুন এর ৯৭% অন্ধ্রপ্রদেশ এর মধ্যে এবং বাকি টা তামিলনাড়ু র মধ্যে রয়েছে। এখানে শ্রীহরিকোটা দ্বীপ টি ব্যারিয়ার আইল্যান্ড হিসাবে অবস্থান করে পুলিকটকে বঙ্গোপসাগরেরর সাথে বিচ্ছিন্ন করেছে। এই শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ এর নেল্লোর জেলার মধ্যে অবস্থিত। এখানেই ভারতের সতীশ ধবন মহাকাশ গবেষনা কেন্দ্র অবস্থিত।

পুলিকট লেগুন ভারতের অন্যতম বার্ড স্যানচুয়ারী। এখানে প্রায় ১০০ প্রজাতির পাখি দেখা যায়। তবে গ্রেটার ফ্লেমিংগো পাখির জন্য এই বার্ড স্যানচুয়ারী বিখ্যাত। এই পুলিকট লেগুন এর ১০৮বর্গকিমি অঞ্চল ন্যাশনাল পার্ক এর অন্তর্ভুক্ত।
*********************


*মান্ডি জেলা- ভারতের স্বচ্ছতম জেলা:- ভারতের যে দুটি “স্বচ্ছতম জেলা” ঘোষিত হয়েছে তার মধ্যে আরেক টি হল হিমাচল প্রদেশের মান্ডি জেলা।( আগের পোষ্ট এ স্বচ্ছতম জেলা হিসাবে সিন্ধুদূর্গ আলোচিত হয়েছে।)
হিমাচল প্রদেশের মান্ডি জেলার সদর শহর এর নাম ও মান্ডি যা ঐতিহাসিক এবং আধ্যাত্মিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এই মান্ডি সমুদ্রতল থেকে ৭৬০ মিটার উচ্চে অবস্থিত। এর পাশ দিয়ে বিয়াস নদী প্রবাহিত হয়েছে। এই জেলার আয়তন ৩৯৫১ বর্গকিমি। এখানকার শিক্ষার হার ৮২.৮১% এবং লিঙ্গানুপাত-১০১২। এই জেলার জনঘনত্ব ২৫৩ জন / বর্গ কিমি। এখানে ৮১ টি প্রাচীন মন্দির আছে, তাই একে “পাহাড়ের বারানসী” বলা হয়। অর্থনৈতিক দিক দিয়েও এই জেলা হিমাচল প্রদেশের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ।
*********************


*ভারতের স্বচ্ছতম জেলা:-আমাদের দেশের যে দুটি জেলা “ভারতের স্বচ্ছতম জেলা ” হিসাবে ঘোষিত হয়েছে, তার একটা হল মহারাস্ট্রের কঙ্কণ উপকূলে অবস্থিত সিন্ধুদূর্গ জেলা। এই জেলার মালভন উপকূল থেকে একটু দূরে আরবসাগরেরর এক দ্বীপের মধ্যে ছত্রপতি শিবাজী দ্বারা নির্মিত দূর্গের নাম হল সিন্ধুদূর্গ। এই দূর্গের নাম অনুসারেই এই জেলার নামকরন হয়েছে। মহারাষ্ট্রের সর্বাধিক দূর্গ এই জেলায় রয়েছে, সংখ্যাটা হল ৩৭ টি। এই জেলার আয়তন ৫২০৭ বর্গ কিমি। এই জেলার শিক্ষার হার ৮৫.৫৬% এবং লিঙ্গানুপাত-১০৩৬।
★চিত্রে আরবসাগরের বুকে বিখ্যাত ঐতিহাসিক সেই সিন্ধুদূর্গ দেখা যাচ্ছে।
*********************


*Keoladeo Ghana National Park:- রাজস্থানের ভরতপুরে অবস্থিত “পাখির স্বর্গরাজ্য ” নামে পরিচিত এই ন্যাশনাল পার্ক টির পূর্বে নাম ছিল ভরতপুর পক্ষীরালয়। ২৯ বর্গ কিমি বিস্তৃত এই ন্যাশনাল পার্ক মূলত জলাভূমি যুক্ত অঞ্চল। ১৯৮১ সালে এটি রামসার জলাভূমি কনজারভেশন এর মর্যাদা লাভ করে এবং ১৯৮২ সালে এটিকে ন্যাশনাল পার্ক ঘোষনা করা হয়। পরবর্তী কালে, ১৯৮৫ সালে এটি “ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ” ঘোষিত হয়। এটি পৃথিবীর অন্যতম বিখ্যাত পক্ষী ক্ষেত্র। এখানে প্রায় ৩৬৬ টি প্রজাতির পাখি পাওয়া যায়। পাখি ছাড়াও এখানে চিতল হরিন, সম্বর, নীলগাই, হায়না, শেয়াল প্রভৃতি প্রানী বিচরন করে।
★এই ন্যাশনাল পার্কের মধ্যে কেওলাদেও (শিব) মন্দির অবস্থিত, আর এই অঞ্চলে ঘন ঝোপঝাড় স্থানীয় ভাবে ” ঘনা বা ঘন ” নামে পরিচিত। তাই এর নাম হয়েছে কেওলাদেও ঘনা ন্যাশনাল পার্ক।
>
এই ন্যাশনাল পার্কে প্রতিবছর প্রায় ১ লক্ষ পর্যটক আসেন। আগ্রা, মথুরা থেকে কাছে হওয়ায় অনেকেই এটা ঘুরে আসেন।
*********************


*Om Mountain:- ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত এই পর্বত টি সমুদ্রতল থেকে ৬১৯১ মিটার উচ্চতায় অবস্থান করছে। প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে পর্বত শৃঙ্গ এমন ভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং তুষার সঞ্চয়ের ফলে সংস্কৃত ” ঔঁ ” অক্ষরের ন্যায় দেখতে লাগে। তাই এই পর্বতের নাম হয়েছে ঔঁ পর্বত। এই পর্বত নেপালের দারচুলা জেলা এবং ভারতের উত্তরাখন্ডের পিথোরাগড় জেলার মধ্যে অবস্থান করছে। নেপাল -ভারত সীমান্তে অবস্থিত এই পর্বত নিয়ে নেপাল ও ভারতের মধ্যে বিরোধ আছে। তবে বর্তমানে নেপাল ও ভারতের মধ্যে রফাসূত্রের মাধ্যমে ঠিক হয়েছে যে, এই পর্বতের সামনের দিক অর্থাৎ ” ঔঁ ” আকৃতির দিকটা ভারতের মধ্যে এবং পেছনের দিকটা নেপালের মধ্যে পড়েছে।
*********************

“Geography and We” – April, 2017


-:Geography and We:-


*Dahab Blue Hole:- লোহিত সাগরের উপকূলে ইজিপ্ট এর দাহাব এর সিনাই অঞ্চলে এই ব্লু হোল টি অবস্থিত। এর গভীরতা ৯৪ মিটার।
ব্লু হোল হলো এক জল পুর্ন সিঙ্কহোল যা গঠিত হয় কার্বনেট সমৃদ্ধ শিলায় বিশেষত চুনাপাথরের অঞ্চলে । আমরা জানি রাসায়নিক বিক্রিয়া তে কার্বনেট সমৃদ্ধ শিলা দ্রবীভূত হয়ে এই রকম সিঙ্কহোল সৃষ্টি হয়। গভীর অংশে উপর থেকে দেখলে ঘন নীল লাগে আলোর প্রতিফলন ধর্মের জন্য।

ভূ বিজ্ঞানী দের মতে, হিমযুগের সময়ে যখন সমুদ্র তল বর্তমানের চেয়ে ১০০ -১২০ মিটার নীচে অবস্থান করত তখন এই সিঙ্কহোল গুলি সৃষ্ট হয়। পরে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির ফলে এই সিঙ্কহোল গুলি জলের নীচে চলে যায়। সামুদ্রিক পরিবেশে জোয়ার ভাঁটার প্রভাব যুক্ত মিষ্টি এবং লবনাক্ত জলের মিশ্রণ ঘটে এমন কার্বনেট শিলা সমৃদ্ধ সামুদ্রিক অঞ্চলে অথবা দ্বীপ অঞ্চলে এই ধরনে ব্লু হোল দেখা যায়। অনেক ব্লু হোল বিশেষজ্ঞ আবার সামুদ্রিক পরিবেশে ব্লু হোল সৃষ্টির জন্য বিভিন্ন অনুবীক্ষনিক জীব নিঃসৃত জৈব অ্যাসিড এর প্রভাব কে দায়ী করেছেন।
*********************


*Yuki-no-otani বা Snow Wall:- জাপানের হুনসুদ্বীপে শীতকালে প্রচুর বরফ পড়ে। প্রায় ২০ মিটার পর্যন্ত বরফ পড়ে। চিত্রে হুনসু দ্বীপে জাপানীদের কাছে অত্যন্ত পবিত্র ” টিডা ” পার্বত্য অঞ্চলের টাটেয়ামা-কুরোবেআলপাইন সড়ক দেখা যাচ্ছে, যা টাটেয়ামা এবং ওমাছি কে যুক্ত করেছে। প্রায় ৩৫ কিমি দীর্ঘ এই রাস্তা টি ১৯৭১ সালে চালু হয়েছে। প্রায় ১৫ থেকে ২০ মিটার বরফ কেটে রাস্তা পরিস্কার করে জনসাধারনের জন্য চালু করা হয়। এই রাস্তা টি তাই “স্নো ক্যানিয়ন” নামেও সুপরিচিত।
*********************


*কোকোয়া চাষ এবং শিশুশ্রমিক:- আমরা জানি, কোকোয়া (Cocoa) গাছের ফলের বীজ থেকে চকোলেট প্রস্তুত হয়। ১ কেজি চকোলেট বানাতে ৩০০- ৬০০ টি বীজ লাগে। কোকোয়া উৎপাদিত হয় আইভরি কোস্ট, ঘানা, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মেক্সিকো, নাইজেরিয়া, ভেনেজুয়েলা প্রভৃতি দেশে। কোকোয়া উৎপাদনে আইভরি কোস্ট প্রথম। ২০১৩ সালে সারা পৃথিবীতে প্রায় ৪৬০০০০০ টন কোকোয়া উৎপাদিত হয়। যার অর্ধেকের বেশি উৎপাদিত হয় আইভরি কোস্ট ও ঘানা, এই দুই পশ্চিম আফ্রিকার দেশে।
তবে, চকোলেট খেতে যতই মিষ্টি লাগুক না কেন , এর উৎপাদনে কিন্তু বহু শিশু শ্রমিকের অশ্রু মিশে আছে। ২০১৫ সালের হিসাবে, পশ্চিম আফ্রিকার দেশগুলিতে প্রায় ১.৮ বিলিয়ন শিশুদের কে ব্যবহার করা হয়েছে কোকোয়া চাষের কাজে। আইভরি কোস্ট এ প্রায় ১৯০০০ শিশু শ্রমিক কে নিযুক্ত করা হয়েছে। শিশু দের কে দাস হিসাবে, কিংবা অনেক ক্ষেত্রে বেগার শ্রমিক হিসাবে খাটানো হয় এই চাষে। বহু শিশুই বিপন্ন। শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত। তাদের শৈশবেই কোকোয়া চাষে ব্যবহৃত বিভিন্ন কীটনাশকের প্রভাবে নানান রোগে আক্রান্ত হয়ে পড়ছে। বিশ্বজুড়ে সমালোচিত হলেও শিশু শ্রমিক কিন্তু কমছে না। সমীক্ষায় দেখা গেছে, “নেসলে” র মতো বড় বড় চকোলেট কোম্পানি র কোকোয়া ফার্ম এও বহু শিশু কে শ্রমিক হিসাবে নিযুক্ত করা হয়েছে।
★★ চিত্রে আইভরি কোস্ট এ কোকোয়া ফল সংগ্রহ রত এক শিশুশ্রমিক কে দেখা যাচ্ছে।
*********************


*তিস্তা নদী জলবন্টন সমস্যা:- তিস্তা নদীর জলবন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সমস্যা চলছে। বাংলাদেশ প্রধানমন্ত্রীর ভারত সফরে এই তিস্তা নিয়ে কি সিন্ধান্ত হয় সেটা আগামীতে বোঝা যাবে।তবে, তার আগে এই সমস্যা টা নিয়ে একটু আলোচনা করা যাক।
তিস্তা নদী সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে তিস্তামুখের কাছে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। তিস্তা নদীর সমগ্র অববাহিকা প্রায় ১২০০০ বর্গ কিমি, যার ৮৩% ভারতে এবং বাকি অংশ বাংলাদেশে। এই নদী অববাহিকাতে শুষ্ক সময়ে অর্থাৎ নভেম্বর -এপ্রিল মাসে জলের অভাব দেখা যায়। তিস্তা নদীতে গজলডোবা তে একটি জলাধার আছে, যা সীমান্ত থেকে ৯০ কিমি দূরে। আর বাংলাদেশ এই নদীতে ডাওনি বা ডালিয়া জলাধার নির্মান করেছে সীমান্ত থেকে ১৫ কিমি দূরে। ভারত ও বাংলাদেশ এর এই জলাধার গুলি নির্মান হয়েছে মূলত জলসেচের জন্য। ১৯৭২ সাল থেকে বাংলাদেশ এই নদীর ৫০% জলের দাবি জানিয়ে আসছে। এরপর ১৯৮৩ সালে একটি চুক্তির ফলে স্থির হয়, বাংলাদেশ পাবে ৩৬%, ভারত পাবে ৩৯% এবং বাকী ২৫% অবন্টিত থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মতে গজলডোবা র থেকে ২৫% এর বেশি জল দেওয়া সম্ভব নয়। কারন ২৫% এর বেশি জল দিলে পশ্চিমবঙ্গে এর কুপ্রভাব পরবে। পানীয় জল ও এই নদী যোগান দিয়ে থাকে। আর যদি ৫০% জল দেওয়া হয় তাহলে প্রায় ৯.২২ লক্ষ বর্গকিমি কৃষি জমিতে এর প্রভাব পরবে। ফলে তিস্তা নিয়ে টানাপোড়েন চলছে। এটা অস্বীকার করা যায় না যে, বাংলাদেশেও জলের সমস্যা রয়েছে। কৃষি কাজ ব্যাহত হচ্ছে। সেই জন্য তিস্তা নিয়ে এত আগ্রহ বাংলাদেশের।
*********************


*Green Lake:- এই হ্রদটি অস্ট্রিয়ার স্টিরিয়া তে অবস্থিত। এই হ্রদের চারপাশে চুনাপাথর সমৃদ্ধ Hochschwab পর্বত রয়েছে। শীতকালে এই হ্রদের জলের গভীরতা হয় ১ থেকে ২ মিটার। তখন এই হ্রদটির চারপাশের অংশ পার্ক হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু বসন্তের শুরুতে চারপাশের পর্বতের বরফ গলতে শুরু করে এবং সব বরফ গলা জল এই হ্রদে পতিত হয়। গ্রীষ্মে এই হ্রদ এর জলের গভীরতা ১২ মিটার হয়ে যায়। ফলে হ্রদের চারপাশের পার্কটি জলের নীচে চলে যায়। প্রতিবছর এইরকম ঘটে। এই হ্রদ এর জল এতটাই স্বচ্ছ যে জলের নীচে সব স্পষ্ট দেখা যায়। চিত্র দেখে সেটা সহজেই বোঝা যাচ্ছে।
*********************


*উৎখাত ভুমিরূপ (Badland Topography) :- কোনো বিস্তৃত শুষ্ক বৃক্ষহীন বা প্রায় বৃক্ষহীন অঞ্চলে জলের দ্বারা ব্যাপকভাবে সংকীর্ণ নালিকা ও রাভাইন সৃষ্টি হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে উৎখাত ভুমিরূপ বলে। এ ক্ষেত্রে সংকীর্ণ নালিকা বা রাভাইন এর খাত সমুহ বেশ গভীর হয়ে থাকে। আর পরস্পর দুটি খাতের মধ্যবর্তী স্থান ছুড়ির ফলার মতো সংকীর্ণ ও ধারালো হয়। এ সব অঞ্চল একেবারেই কৃষির অনুপযুক্ত।
★★ চিত্রে আমেরিকা যুক্তরাস্ট্রের শুষ্ক দক্ষিন ডাকোটা প্রদেশের ব্যাডল্যান্ড ন্যাশনাল পার্ক দেখা যাচ্ছে।
*********************

Oceanography Suggestion 2017


@Oceanography Suggestion 2017@
*Marks-10/6
1. Importance of Oceanography in Geography.
2. What is T-S Diagram ? Discuss it.
3. Critically examine the theories of origin of coral reefs.
4. Examine the factors controlling salinity of sea water.
5. Discuss the vertical distribution of temperature in ocean water.
6. Give an account of the current of Pacific/Atlantic/Indian Ocean.
7. Write a short note about bottom topography of Indian Ocean.
8. Explain the relationship between salinity and temperature of ocean.
9. What is coral reefs ? Discuss different types of coral reefs.
10. Discuss major environmental condition for formation of coral reefs.
11. Discuss the bottom topography of Atlantic Ocean in the light of plate tectonics.

—Suggested by Sourav Sarkar (Director).
*Mobile/WhatsApp- 9735337699.

©Mission Geography India.

Hydrology Suggestion 2017


@Hydrology Suggestion 2017@
*Marks-10/6
1. Discuss the scope and content of Hydrology and comment on its relevance.
2. Classification based on modes of occurrence of water.
3. Explain the concept of Hydrological Cycle highlighting its significance.
4. What are the determinants of ground water storage ? And also explain the mechanisms of ground water storage.
5. Discuss the nature of ground water storage.
6. Describe in brief the vertical distribution of ground water.
7. Narrate the mechanisms of infiltration. Discuss the factor influencing infiltration.
8. Describe the roles played by surface runoff.

—Suggested by Sourav Sarkar (Director).
*Mobile/WhatsApp- 9735337699.

©Mission Geography India.

Climatology Suggestion 2017


@Climatology Suggestion 2017@
*Marks-10/6
1. Critically discuss the Thornthwaite’s classification of world climate.
2. Illustrate the origin and life cycle of temperate/extratropical/mid latitude cyclones.
3. Give an account of the Collision Coalescence Theory.
4. Narrate the major forms of precipitation.
5. Discuss the Horizontal Distribution of temperature.
6. Make a brief comparison between the origin and characteristicsof tropical and temperate cyclones .
7. Describe the Heat Budget of the atmosphere.
8. Describe the thermal structure of the atmosphere (layering of the atmosphere).
9. Explain the relationship between pressure belts and planetary wind.
10. Describe the Index Cycle of Jet Stream. And explain how the westerly Jet Stream influence the Indian Monsoon.
11. Describe the nature and composition of atmosphere.
12. Mention the impact of Jet Streams on World Climate.
13. Discuss the Vertical distribution of temperature.
14. Distinguish between Koppen’s and Thornthwaite’s classification of world climate.
15. Classification of air mass. Discuss it.
16. Elaborate the salient features of Indian Monsoon.
17. Discuss the modifications of air masses..
18. What is Walkar Circulation ? Explain the impact of Walkar Circulation.
19. Critically discuss different theories on the origin of the Indian Monsoon.
20. Explain the causes of Low level temperature inversion. Describe different types of inversion of temperature.

—-Suggested by Sourav Sarkar (Director).
*Mobile/WhatsApp- 9735337699.

©Mission Geography India.

GEOGRAPHY QUIZ E.V


11/04/2017
*Winner:- Jinnah (Murshidabad) & Naiman Zinna (Birbhum).
Congratulation….
*Your Score= 8
@Answer sheet:-
*Topic- Geotectonic
1. What percent of the total land area is in the northern hemisphere ?
A. 70%
B. 80%
C. 75%
D. 65%
Ans. C
2. Who postulated the Drift hypothesis ?
A. F.B. Taylor
B. Wegner
C. Gregory
D. Antonio Slider
Ans. D
3. Which of the following was not the part of lauratia (North Pangea)-
A. Eruope
B. Africa
C. Asia
D. North America
Ans. B
4. Which was the part of Angara land ?
A. North America
B. Africa
C. South America
D. Antarctica
Ans. A
5. The recent Ice Age in the earth took place during-
A. Miocene period
B. Pleistocene period
C. Silurian period
D. Pliocene period.
Ans. B
6. Sial is floating over-
A. Sima
B. Mental
C. Core
D. Nife
Ans. A
7. Mantle is made of-
A. Gaseous materials
B. Liquid materials
C. Solid materials
D. None of these
Ans. C
8. Which ocean is spreading due to plate tectonic movement ?
A. Pacific ocean
B. Atlantic ocean
C. Indian ocean
D. Arctic ocean.
Ans. B
9. The formation of Himalayan mountain took place during the-
A. Pre-cambrian orogeny
B. Caledonian orogeny
C. Hercynian orogeny
D. Tertiary orogeny.
Ans. D
10. The new folded mountain system is known as-
A. Alpine system
B. Alps system
C. Rocky system
D. Penine system.
Ans. A