SILFRA RIFT VALLEY – ZONE BETWEEN TWO PLATES


**SILFRA RIFT VALLEY: ZONE BETWEEN TWO PLATES**
→ SILFRA হল এমন একটি Rift Valley যেখানে গেলে আপনি দুটি Tectonic Plate- কে একই সাথে দেখতে পাবেন। যদি এই Rift Valley-র জলে পুব মারেন তাহলে আপনি দুটি পাতকে একই সাথে স্পর্শও করতে পারবেন।
→ আরে.. পাত দুটির নামই বলতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ North Atlantic & Eurasian Divergent Plate Boundary-র মাঝেই এই Silfra Rift Valley অবস্থিত। এই দুই পাতের প্রতি বছর 2cm করে বিপরীতমুখী চলনের ফলেই সৃষ্টি হয়েছে Mid Atlantic Ridge এবং Iceland-এ অবস্থিত এই Rift Valley.
→দৃশ্যমানতার সাথে সাথে Geological গুরুত্ব বেশি হওয়ায় এটি ডুবুরীদের জন্য বেশ জনপ্রিয়।
***Mission Geography***

Leave a comment