GK – General Knowledge Capsule-8


The Father Of mathematics & Square Theorm
(১) সংখ্যাতত্ত্ব—- পিথাগোরাস
(২) জ্যামিতি——ইউক্লিড
(৩) ক্যালকুলাস —– নিউটন
(৪) ম্যাট্রিক্স ——– কেইসে
(৫) ত্রিকোণমিতি—— হিপ্পারচাস
(৬) পাটিগণিত—— আর্যভট্র
(৭) বীজগণিত ——- মুসা আল খারিজমী
(৮) লগারিদম——জন নেপিয়ার
(৯) সেটতত্ত্ব——–জর্জ ক্যান্টর
(১০) আলগরিদম——-ব্রহ্মগুপ্ত

এশিয়া মহাদেশ
প্রশ্ন: এশিয়া মহাদেশের অবস্থান কিরূপ ?
১০ ডিগ্রী দক্ষিণ হতে ৭৮ ডিগ্রী উত্তর অংশ এবং ২৫ডিগ্রী পূর্ব হতে পূর্ব দিকে ১৭০ ডিগ্রী দ্রাঘিমা পর্যন্ত ।
প্রশ্ন: এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখা ?
৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা ।
প্রশ্ন: এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত ?
উত্তর গোলার্ধে ।
প্রশ্ন: এশিয়ার আয়তন কত ?
৩,১০,২৭,২৩০ বর্গ কি.মি.।
প্রশ্ন: এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
২১.৪ % ।
প্রশ্ন: এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত ?
প্রায় এক তৃতীয়াংশ ।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম দীপ কোনটি ?
বোর্নিও (৭,৪৬,৫৪৬ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
গণ চীন (৯৩,২৬,৪১০ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি ?
মালদ্বীপ (৩০০ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: লোক সংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
গণচীন ।
প্রশ্ন: এশিয়ার মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত ?
৫৭,৯৫০ কি.মি. ।
প্রশ্ন: জাপান সাগর ও পীত সাগের মধ্যে কোন দীপের অবস্থান ?
কোরিয়া উপদ্বীপ ।
প্রশ্ন: পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত ?
বাহরাইন দ্বীপ ।
প্রশ্ন: পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বাস করে ?
৬০.৬ ভাগ ।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.) ।
প্রশ্ন: এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ?
সালউইন ।
প্রশ্ন: এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম কি ?
ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ ), ইনিসি (৫৪০৬ কি.মি.), হোয়াংহো (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রম্মপুত্র (২৭০০ কি.মি.)।
প্রশ্ন: ব্রম্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত ?
সানপো ।
প্রশ্ন: এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি ?
কাস্পিয়ান সাগর, (১,৪৩,২৪৪ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
বৈকাল হ্রদ (গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার ) ।
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার আয়তন কত ?
৪৩,৮৬,৫৪০ বর্গ কি.মি. ।
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
ভারত ।
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার ঘন বসতিপূর্ণ শেষ কোনটি ?
বাংলাদেশ ।
প্রশ্ন: এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি ?
এভারেস্ট ।
প্রশ্ন: এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি ?
লোহিত সাগর ।
প্রশ্ন: এভারেস্টের উচ্চতা কত ?
২৯,০২৮ ফুট বা ৮.৮৪৮ মিটার প্রায় ।
প্রশ্ন: এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ?
গডউইন অষ্টিন ।
প্রশ্ন: গডউইন অষ্টিন পর্বত শৃঙ্গের অবস্থান কোন পর্বত শ্রেণীতে ?
কারাকোরাম ।
প্রশ্ন: কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে ?
ভারত ও পাকিস্তান ।
প্রশ্ন: সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ?
আরব সাগরে ।
প্রশ্ন: গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে ?
বঙ্গপসাগরে ।
প্রশ্ন: ব্রম্মপুত্র নদ কথা থেকে উৎপন্ন হয়েছে ?
তিব্বতে ।
প্রশ্ন: ব্রম্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
চীনের তিব্বত, ভারত ও বাংলাদেশ ।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম অরণ্য কোনটি ?
তৈগা ।
প্রশ্ন: লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে ?
আফ্রিকা ।
প্রশ্ন: এশিয়া মাইনর কাকে বলে ?
ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে ।
প্রশ্ন: এশিয়া মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে ?
লেভান্ট ।
প্রশ্ন: এশিয়ার সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?
ক্লুকেভকাজা সোপক ।
প্রশ্ন: এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত ?
২৫০ সেন্টিমিটার ।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি ?
গোবি মরুভূমি, মঙ্গলিয়া ।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি ?
পশ্চিম সাইবেরিয়া ।
প্রশ্ন: এশিয়া ও ইউরোপকে একত্রে কি বলে ?
ইউরেশিয়া ।
প্রশ্ন: এশিয়ার সর্ব উত্তর বিন্দু কোনটি ?
চেলুসকিনের অগ্রভাগ ।
প্রশ্ন: এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু কোনটি ?
বেবা অন্তরীপ ।
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম লবন হ্রদ কোনটি ?
কাস্পিয়ান সাগর ।
প্রশ্ন: পৃথিবীর শীতলতম স্থান কোনটি ?
খারখয়ানস্ক ।
প্রশ্ন: এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি ?
তৈগা ।
প্রশ্ন: পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি ?
আজিজিয়া, লিবিয়া ।
প্রশ্ন: হরমুজ প্রনালী কোথায় অবস্থিত ?
ওমান উপসাগর ও লোহিত সাগরের মধ্যে ।
প্রশ্ন: পূর্ব চীন সাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে ?
ফরমোজা প্রণালী ।
প্রশ্ন: বাহরাইন কোথায় অবস্থিত ?
পারস্য উপসাগরে ।
প্রশ্ন: কোন নদীকে চীনের দুঃখ বলা হয় ?
হোয়াং হো নদীকে ।

1.ভারত, পাকিস্তান ছাড়া আর কোন এশিয় দেশের জাতীয় ফল আম ?
: ফিলিপিন্স
2.পৃথিবীর একমাত্র কোন সাপ ডিম পাড়ার জন্যে বাসা তৈরি করে?
:কিং কোবরা
3. পৃথিবীর উচ্চতম পোস্ট অফিসটি কোথায় অবস্হিত ?
: হিকিম ( হিমাচল প্রদেশ )
4. পৃথিবীর বৃহত্তম নদী- দ্বীপের নাম কি?
: মাজুলি
5. ভুবনেশ্বরের প্রাচীন নাম কি ছিল ?
: একাম্রকানন
6. সূর্য মন্দিরের অপর নাম কি ?
: ব্ল্যাক প্যাগোডা
7. মাতৃমন্দির কোন শহরে অবস্হিত?
: আরোডিল ( পুডুচেরি )
8. অস্ট্রেলিয়ার জাতীয় পাখি কি ?
: এমু
9. বুলগেরিয়ার জাতীয় পাখির নাম কি?
: গোল্ডেন ঈগল
10. টাইটনিক জাহাজ কোন শহরে তৈরি হয়?
: বেলফাস্ট

*বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কি?
-ই.কে. পালানিস্বামী
*মানবদেহে সবচেয়ে বড় পরিপাকগ্রন্থির নাম কি?
-লিভার
*”কুমায়নি” কোন রাজ্যের লোকনৃত্য?
-উত্তরাঞ্চল
*বর্তমানেপশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী কে?
-শুভেন্দু অধিকারী
*’গুগল’ এর চিফ এক্সিকিউটিভ আফিসারের নাম কী?
-সুন্দর পিচাই
*বর্তমান ইংল্যান্ডের রাণী কে আছেন?
-দ্বিতীয় এলিজাবেথ
*বিশ্ব ব্যাঙ্কের (বর্তমানে)
কে আছেন?
-জিম ইয়ং কিম
*ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনীর নাম কী?
-অসম রাইফেল
*ট্যামিফ্লু’ ঔষধটি কোন রোগে দেওয়া হয়?
-বার্ড ফ্লু
*বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ কে?
-বিমান বন্দ্যোপাধ্যায়
*কাশ্মীরের আকবর কাকে বলা হত?
-জয়নাল আবেদিন কে
*ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয়?
-কর্ণাটক
*কোয়না জলবিদ্যুত প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
-মহারাষ্ট্র
*কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়?
-61তম
*কাকে ভারতীয় জাতীয়তাবাদে জনক বলা হয়?
-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
*গীতগোবিন্দ এর রচয়িতা কে?
-জয়দেব
*আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
-গুরুশিখর
*পৃথিবীর সর্বাধিক লবণাক্ত জলের হ্রদের নাম কী?
-মরুসাগর
*লক্ষ্নৌ শহর কোন নদীর তীরে অবস্থিত?
-গোমতী নদীর
*পশ্চিমবঙ্গের কোথায় তুরগা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হতে চলেছে?
-পুরুলিয়ায়
*কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
-ভিটামিন A
*”Discovery of India” গ্রন্থের রচয়িতা কে?
-জহরলাল নেহরু
*পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
-কলসুবাই
*কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
-চম্বল নদী
*কোন আসিড কে “King of Acids” বলা হয়?
-সালফিউরিক আসিড (H2SO4)
*ফুসফুসের আবরণীকে কি বলে?
-প্লুরা
*ভারতীয় সুপ্রিমকোর্ট কবে স্থাপিত হয়?
-1950সালে
*ভারতের প্রথম কোন কোনহাইকোর্ট স্থাপিত হয়?
-ক্যালকাটা,বোম্বাই,মাদ্রাজ
*WHO সংস্থার সদর দপ্তর কোথায় ?
-জেনিভা শহরে
*কোন মোঘল সম্রাট ‘আলমগীর’ নামে পরিচিত ?
-ঔরঙ্গজেব
*ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
-লর্ড মাউন্ট ব্যাটেন
*”রাখীবন্ধন” উত্সবের উদ্যোক্তা কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর
*ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি ?
-NH7
*কলকাতার অক্ষাংশগত মান কত?
-22°34’N
*মাজুলি দ্বীপটি কোন নদীতে অবস্থিত ?
-ব্রহ্মপুত্র (আসাম রাজ্যে)
*দক্ষিন ভারতের দীর্ঘতম নদীর নাম কী?
-গোদাবরী
*ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ এর নাম কি?
-আর্যভট্ট
*বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়?
-16ই অক্টোবর
*”চায়নাম্যান” শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
-ক্রিকেট
*MS এক্সেলের মোট কতটি রো (ROW) থাকে ?
-65536টি

Important Boundary Line :-
১. ডুরান্ড লাইন :- ভারত ও আফগানিস্থান মধ্যে অবস্থিত।
২. ম্যাকমোহন লাইন : ভারত ও চিন।
৩. রেডক্লিফ লাইন : ভারত ও পাকিস্থান।
৪. ৮ ডিগ্রি চ্যানেল : মিনিকয় দ্বীপ ও মালদ্বীপ।
৫. ৯ ডিগ্রি চ্যানেল : লক্ষ দ্বীপ ও মিনিকয়।
৬. ১০ ডিগ্রি চ্যানেল : আন্দামান ও নিকোবর।
৭. ডানকান প্যাসেজ : বড় ও ছোট আন্দামান।
৮. গ্রেট চ্যানেল : আন্দামান,নিকোবরও সুমাত্রা।
৯. হিনডেনবার্গ লাইন : জার্মানী ও পোলান্ড।
১০. ম্যাগিনট লাইন : ফ্রান্স ও জার্মানী
(ফ্রান্স কতৃক নির্ধারিত)
১১. ম্যানারহেন লাইন : রাশিয়া ও ফিনল্যান্ড ।
১২. সেগফ্রিড লাইন : জার্মানি ও ফ্রান্স (জার্মানি কতৃক নির্ধারিত)
১৩. ১৬ তম প্যারালাল :নামিবিয়া ও অ্যাংগোলা।
১৪. ১৭ তম প্যারালাল : উত্তর ও দক্ষিন ভিয়েতনাম।
১৫. ৩৮ তম প্যারালাল : উত্তর ও দক্ষিন কোরিয়া।
১৬. ৪৯ তম প্যারালাল : আমেরিকা ও কানাডা (বিশ্বের বৃহত্তম প্যারালাল)।

১.ইড্ডুকি পরিকল্পনা পেরিয়ার নদীর উপর হয়।
২. হিডা পর্বত কে জাপানী আল্পস বলে।
৩.প্রশান্ত মহাসাগর ও তাসমান সাগর কে যুক্ত করেছে কুক প্রনালী।
৪.সীন নদীর তীরে বিখ্যাত শহর প্যারিস।
৫.ইউরোপের দীর্ঘতম নদী ভল্গা (৩৬৯২ কিমি)।
৬.ইউরোপের আন্তর্জাতিক নদী দানিয়ুব।
৭.ভল্গা নদী উতপন্ন হয়েছে ভলডাই পর্বত থেকে।
৮.অষ্ট্রেলিয়ার প্রধান মেষ প্রজাতি হল
মেরিনো মেষ।
৯.একটি বদ্বীপ হ্রদ কোলেরু।
১০.নীলনদের গতিপথে অবরুদ্ধ সমভূমি সাড্ অঞ্চল।
১১. নেপালের প্রধান নদী কালিগন্ডক।
১২.নেপালের পবিত্র নদী সেতি নদী।
১৩.এশিয়া ও ইউরোপ সীমানায় উরাল পর্বত অবস্থিত।
১৪.স্পেন ও ফ্রান্সের সীমানায় পিরেনিজ পর্বত অবস্থিত।
১৫.কানাডান শিল্ড অপর নাম লরেন্সিয় মালভূমি।
১৬.মুলানগিরি বাবাবুদান পাহাড় সর্বোচ্চ শৃংগ(১৯২৩মি)
১৭.নাকো হ্রদ হিমাচল প্রদেশে অবস্থিত।
১৮.ইউক্রেনের রাজধানী কীয়েভ নিপার নদীর তিরে অবস্থিত।
১৯.কচ্ছ শব্দের মানে জলময় দেশ।
২০.ফিন উপজাতির বাসস্থান ইউরোপের তুন্দ্রা অঞ্চল।

১.বাগদাদ শহর টাইগ্রিস নদীর তীরে অবস্থিত।
২.লাহোর শহর ইরাবতি নদীর তীরে অবস্থিত।
৩.রোম শহর তিবের নদীর তীরে অবস্থিত।
৪.ভিয়েনা শহর দানিয়ুব নদীর তীরে অবস্থিত।
৫.বার্লিন শহর স্প্রী নদীর তীরে অবস্থিত।
৬.আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া।
৭.পৃথিবীর বৃহত্তম বাঁধ নীলনদের আসোয়ান।
৮.ভূমধ্যসাগর তীরে অবস্থিত একটি বন্দর হল ত্রিপোলি।
৯.গ্রেট আন্দামান ও লিটল আন্দামান মধ্যে ডানকান প্যাসেজ রয়েছে।
১০.আন্তর্জাতিক নদী গবেষনাগার ফিলিপাইন্স অবস্থিত।
১১.আন্টার্কটিকায় অ্যাডেলি ও এম্পেবর প্রজাতির পেঙ্গুইন আছে।
১২.Golden Triangle বিখ্যাত শহর হল ওড়িশার পুরি,কোনারক, ভূবনেশ্বর।
১৩.মধ্যপ্রদেশেরইন্দোর সরস্বতী ও খান নদীর তীরে অবস্থিত।
১৪.কচ্ছ উপসাগর তীরে মুসলিপত্তনম বন্দর অবস্থিত।
১৫.কাথিয়াবাড় উপদ্বীপ সর্বোচ্চ পাহাড় গিরিনর।
১৬.নিকোবর দ্বীপ পুঞ্জের সর্বোচ্চ শৃংগ হল মাউন্ট কুলিয়ের।
১৭.গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপ মাঝে কোলার হ্রদ অবস্থিত।
১৮.রাজস্থানের জাতীয় পক্ষী নিবাস ঘানা।
১৯.চম্বল অববাহিকায় বৃহৎ খাত বিশিষ্ট অঞ্চল বীহড় নামে পরিচিত।
২০.অশোক লেল্যান্ড ট্রাক তৈরীর কারখানা চেন্নাই অবস্থিত।

১.সানডে আইল্যান্ড বলে ডোমিনিকা কে।
২.পৃথিবীর বৃহত্তম স্থলবেস্টিত দেশ কাজাখস্তান।
৩.লিবিয়া দেশের ৯৯% মরুভূমি।
৪.সৌদি আরব এমন এক দেশ যেখানে কোনো নদী নেই।
৫.ইথিওপিয়ার কাফা প্রদেশ কফির জন্মস্থান।
৬.ক্ষুদ্র আফ্রিকা বলা হয় আফ্রিকার ক্যামুরন কে।
৭.আফিম উতপাদনে প্রথম আফগানিস্থান।
৮.দক্ষিন ভারতে সবুজ সোনা বলে নারকেল গাছ কে।
৯.নীলকন্ঠ পাহাড় কে কুইন অফ গাড়োয়াল বলে।
১০.চিন কে পিয়ানোর দেশ বলে।
১১.নাশা র সদর দপ্তর কেপ কেনেডি।
১২.মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি – ডিসি মানে ডিস্টিক্ট অফ কলম্বিয়া।
১৩.জলের তলায় শব্দ পরিমাপক যন্ত্র হাইড্রোফোন।
১৪.আফ্রিকা মহাদেশ এর একটি দেশ নাম চাঁদ।
১৫. স্বর্ণরেণুর নদী বলে ইয়াংসিকিয়াং কে।

১. আইল্যান্ড অফ ফিমেলস বলে লাক্ষাদ্বীপ কে।
২.মুম্বাই শহর সাতটি দ্বীপ নিয়ে গঠিত
কোলবা,ফোর্ট,রায়কুল্লা,প্যারেল,ওরলি,মাহিম, মাতুঙ্গা।
৩.পৃথিবীর শাশ্বত শহর বলে রোম কে।
৪.রাশিয়া ও চিনের মধ্যবর্তী দেশ মঙ্গোলিয়া।
৫.কৃষ্ণ রাজ সাগর হ্রদ কাবেরী তে অবস্থিত।
৬.বানিহাল গিরিপথের অপর নাম জওহর সুড়ঙ্গ।
৭.রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দেন ১৯৮৪ সালের ৩ এপ্রিল।
৮.শ্রীহরিকোটা স্পেশ সেন্টার নাম
সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার দেন অটল বিহারী বাজপেয়ী।
৯.ভারতের প্রথম কৃিএম উপগ্রহ আর্যভ ট্ট (১৯৭৫), দ্বিতীয় ভাস্কর (১৯৭৯)
তৃতীয় রোহিনী (১৯৮০)।
১০.ম্যাপলের দেশ বলে কানাডা কে।
১১. ভারতের ছোট মুম্বাই বলে ইন্দোর কে।
১২.ত্রিপুরার প্রধান নদী গোমতি।
১৩.পশ্চিমবংগের দোসর রাজ্য ত্রিপুরা।
১৪.ভারতের মধ্যপ্রদেশের ভীমবেটকায় প্রাচীন গুহাচিত্র আছে।
১৫.মধ্যপ্রদেশ ও গুজরাটের সীমান্ত গ্রাম বাঘ গ্রাম।
১৬.NEEFA হল অরুনাচল প্রদেশের পুরানো নাম।
১৭.ভারতের কেন্দ্রস্থলে অবস্থিত শহর জব্বলপুর।
১৮.পঞ্চসাগরের বন্দর বলে মস্কোকে।
১৯.প্যাগোডার দেশ মায়ানমার কে বলে।
২০.দারুচিনির দেশ বলে শ্রীলংকা কে।
২১.মহানদী ও গোদাবরী বদ্বীপ মধ্যে চিল্কা হ্রদ অবস্থিত।

3 thoughts on “GK – General Knowledge Capsule-8

Leave a comment